Advertisement
Advertisement

Breaking News

যুদ্ধবিধস্ত সিরিয়ায় ক্যামেরা ভুলে খুদে প্রাণ বাঁচাতে ছুটলেন ফটোগ্রাফার

এত যুদ্ধ দেখেছেন তাও কেন এদিন ভেঙে পড়ছেন আবদ?

Photographer turns saviour, rescues injured Syrian boy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2017 11:36 am
  • Updated:April 19, 2017 11:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম আছে, জেহাদ আছে, আছে ক্ষমতার লড়াই৷ কিন্তু এর মাঝে মানুষ কোথায় যেন হারিয়ে গিয়েছে৷ হারিয়ে গিয়েছে জীবন৷ সিরিয়ার সুস্থ স্বাভাবিক জীবন৷ হারিয়ে যাওয়া সেই জীবনের কাহিনিই ফুটে উঠেছে ভাইরাল হওয়া এই ছবিতে৷ যাতে তুলে ধরা হয়েছে যুদ্ধবিধস্ত সিরিয়ার এক ফটোগ্রাফারের কাহিনি৷

[মাথা কামিয়ে মৌলবীর ফতোয়ার ‘যোগ্য’ জবাব সোনুর]

Advertisement

বছরের পর বছর সিরিয়াতে কাটিয়েছেন আবদ আলকাদের হাবক৷ নিজের ক্যামেরায় তুলেছেন যুদ্ধের নৃশংসতার কাছে মানবিকতার পরাস্ত হওয়ার কাহিনি৷ কিন্তু এদিন আর নিজের চোখের জল ধরে রাখতে পারেননি৷ কী হয়েছিল এদিন? সিরিয়ার যে অঞ্চলে আবদ ও তাঁর সঙ্গীরা কাজ করছিলেন একটি খাবার ভর্তি ট্রাক এসেছিল৷ চিপসের লোভে যেখানে ভিড় জমিয়েছিল কচিকাঁচারা৷ কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড জোরে হয় বিস্ফোরণ৷ চোখের সামনে সমস্ত শিশুকে ঝলসে যেতে দেখেন আবদ৷

Advertisement

Untitled-3

কিছুক্ষণের জন্য সার ছিল না তাঁর দেহে৷ সম্বিত ফিরতেই ক্যামেরা হাতে ছুটে যান৷ ছবি তুলতে নয়, শিশুগুলিকে বাঁচাতে৷ একের পর এক আহত শিশুকে তুলে নিয়ে অ্যাম্বুল্যান্সের দিকে ছুটে যেতে থাকেন আবদ৷ কিন্তু সবাইকে বাঁচাতে পারেননি৷

[সরকারি গাড়িতে আর লালবাতি নয়, নির্দেশ জারি মোদি সরকারের]

সরকারি হিসেবে প্রায় অন্তত ৬০টি শিশু প্রাণ হারিয়েছে বিস্ফোরণে৷ বেসরকারি হিসেবে তার চেয়েও বেশি৷ আশেপাশে কচি দেহগুলি ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে ভেঙে পড়েন অভিজ্ঞ ফটোগ্রাফার৷

Abd-Alkader-Habak-2

মর্মান্তিক দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করেন তাঁর এই এক সহযোগী৷ চোখে জল তাঁরও ছিল৷ কিন্তু কোথাও যেন ছিল একটা দায়িত্ববোধ৷ দায়িত্ব বিপ্লবের নামে দিনের পর দিন চলতে থাকা এই চুড়ান্ত অমানবিকতার আসল চিত্রটা সারা পৃথিবীর সামনে তুলে ধরা৷ তাই করেছেন তিনি৷ সেই সঙ্গে উঠেছে প্রশ্ন, আর কতদিন সাধারণ মানুষকে চোকাতে হবে ক্ষমতার এই নিষ্ঠুর লড়াইয়ের মূল্য?

[‘আল্লাহ-হু-আকবর’ বলে বন্দুকবাজের হানা, মৃত ৩ মার্কিন নাগরিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ