Advertisement
Advertisement
Pilot

মাঝআকাশে শৌচালয়ে মৃত্যু পাইলটের, বিপদে বিমানের ২৭১ যাত্রী, তারপর…

আপৎকালীন চিকিৎসায় বাঁচানো যায়নি পাইলটকে।

Pilot Dies In Bathroom On Miami Flight and Forcing of Emergency Landing | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 17, 2023 2:12 pm
  • Updated:August 17, 2023 2:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান তখন মাঝআকাশে। অসুস্থ বোধ করায় সহকারিকে দায়িত্ব দিয়ে শৌচালয়ে গিয়েছিলেন পাইলট। আচমকা সেখানেই মৃত্যু হয় তাঁর। বিরাট বিপদে পড়ে যান ২৭১ জন যাত্রীকে নিয়ে মিয়ামি থেকে চিলিগামী আন্তর্জাতিক উড়ানটি। শেষ পর্যন্ত উড়ানটিকে পানামা বিমানবন্দরে জরুরি অবতরণ করান সহকারি পাইলট। পরে বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় বিমান সংস্থা।

রবিবার রাতের ঘটনা। ল্যাটাম এয়ারলাইন্সের বিমানটি মিয়ামি থেকে উড়ান নেওয়ার ঘণ্টা তিনেক বাদ থেকেই অসুস্থ বোধ করছিলেন ৫৬ বছর বয়সি পাইলট ইভান অ্যান্ডুর। বিমানেই আপতকালীন চিকিৎসা দেওয়া হয় তাঁকে। যদিও তাতে লাভ হচ্ছিল না। এরপরেই শৌচালয়ে যান তিনি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গিয়েছে। বিপদে পড়েন আন্তর্জাতিক উড়ানটি ২৭১ জন যাত্রী এবং বিমানকর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: স্মৃতিকে রুখতে আমেঠিতে প্রিয়াঙ্কা, রাহুলকে নতুন কেন্দ্রে পাঠানোর ভাবনা কংগ্রেসের]

এর পর কতকটা বাধ্য হয়েই নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন সহকারি পাইলট। মেডিক্যাল এমারজেন্সির কথা জানিয়ে পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সবুজ সংকেত পাওয়ার পর নির্বিঘ্নে সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করান। পানামায় অসুস্থ পাইলটের জন্য যাবতীয় চিকিৎসা ব্যবস্থা রাখা ছিল। যদিও ততক্ষণে মৃত হয়েছে ২৫ বছরের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন পাইলটের। বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকল্প উড়ানের ব্যবস্থা হয়েছে। তাতেই নিরাপদে চিলিতে উড়ে গিয়েছেন ২৭১ জন যাত্রী। দীর্ঘদিনের সহকর্মী পাইলটের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিমানসংস্থা। 

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন সমস্যা সমাধানে ভারতের ভূমিকা ‘বাস্তব নির্ভর’, প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ