Advertisement
Advertisement
Imran Khan

ইমরানের ঘরে ‘স্পাই ক্যামেরা’ লাগাতে গিয়ে আটক কর্মী! আরও জোরালো হত্যার ষড়যন্ত্রের দাবি

ইতিমধ্যে পাক প্রশাসনের সব মহলকে সতর্ক করা হয়েছে।

PM Imran Khan's staff caught trying to spy on him। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 26, 2022 6:10 pm
  • Updated:June 26, 2022 6:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানকে (Imran Khan) হত্যার পরিকল্পনা করেছে আততায়ীরা। গত সপ্তাহেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক নেতা এমন দাবি করেছিলেন। এবার ইমরানের ঘরে ‘স্পাই ক্যামেরা’ লাগাতে গিয়ে ধরা পড়লেন তাঁরই বাড়ির এক কর্মী। এমনই দাবি তাঁর দলের। সব মিলিয়ে ইমরানের নিরাপত্তা নিয়ে সরগরম পাকিস্তান (Pakistan)।

পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তেহরিক-ই-ইনসাফের তরফে দাবি করা হয়েছে ঘুষ দিয়ে ওই কর্মীকে পাঠানো হয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ঘরে। পরে আরেক কর্মীর নজরে পড়ে গিয়েছিল। ফলে সেই ষড়যন্ত্র ধরা পড়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘মানবাধিকার রক্ষা করা কোনও অপরাধ নয়’, তিস্তা শেতলবাদকে আটক করার নিন্দা রাষ্ট্রসংঘের]

গত মঙ্গলবার বেশ কয়েকটি পাক সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে সিটিডি ইমরানের নিরাপত্তার বিষয়ে সবরকম ব্যবস্থা নিতে বলেছে পাক সরকারকে। পাকিস্তানে বহুল প্রচলিত উর্দু ভাষার সংবাদপত্র ‘জঙ্গ’ একই কথা জানিয়েছে। জঙ্গ-এ প্রকাশিত সংবাদ অনুযায়ী, ইমরানকে হত্যা করতে জঙ্গিরা আফগানিস্তানের এক কুখ্যাত আততায়ীর সাহায্য নিচ্ছে। ইতিমধ্যে পাক প্রশাসনের সব মহলকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৮ জুন ইমরানের হত্যা পরিকল্পনা তথা নিরাপত্তার বিষয়ে সতর্কতা জারি করা হয়। বিষয়টিকে গোপন রাখার কথা ছিল। বিশেষ ভাবে সোশ্যাল মিডিয়ায় তা যাতে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত গোটা পাকিস্তান ইমরানকে হত্যার পরিকল্পনার কথা জেনে গিয়েছে।

[আরও পড়ুন: একাধিক রাজ্যের উপনির্বাচনে ফুটল পদ্ম, উত্তরপ্রদেশে ছারখার অখিলেশের দুর্গ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ