Advertisement
Advertisement
Narendra Modi-Joe Biden

রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারতের উপর বাড়ছে চাপ, ভারচুয়াল বৈঠকে মোদি-বাইডেন

এদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন ওয়াশিংটনে।

PM Modi and US President Joe Biden will meet virtually on Monday
Published by: Sucheta Sengupta
  • Posted:April 10, 2022 9:07 pm
  • Updated:April 10, 2022 9:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধের আবহে পুতিনের দেশ থেকে তেল আমদানি নিয়ে কোনও নেতিবাচক সিদ্ধান্ত এখনও নেয়নি ভারত (India)। এই ভূমিকায় পশ্চিমী দেশগুলির চাপ বাড়ছে ভারতের উপর। এ প্রসঙ্গে বিশদ আলোচনা করতে সোমবার ভারচুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সূত্রের খবর, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিতে তাঁরা আলোচনায় শামিল হতে চলেছেন। এদিকে, রবিবারই ওয়াশিংটন পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা।

ইউক্রেনের উপর রুশ আগ্রাসনের আবহে একাধিকবার নিজেদের অবস্থান স্থির করতে আলাপ-আলোচনা চালিয়েছেন ভারত ও মার্কিন প্রতিনিধিরা। কখনও বিদেশমন্ত্রকের মধ্যে বৈঠক, তো কখনও দুই রাষ্ট্রনেতার টেলিফোনে কথোপকথন। এই যুদ্ধ যে একেবারেই কাম্য নয় এবং মানবাধিকার বজায় রাখার স্বার্থে দু দেশ একসঙ্গে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য করবে, সে বিষয়ে ঐক্যমত্যে এসেছেন দুই রাষ্ট্রনায়ক।

[আরও পড়ুন: ‘মাকে বলে বাড়ি ছেড়েছিলাম’, রাজনীতি থেকে বিদায়বেলায় স্মৃতিকাতর বিমান বসু]

তবে সম্প্রতি পরিস্থিতি একটু বদলেছে। বন্ধুদেশগুলিকে পাশে পেতে অনেক কম দামে তেল দেওয়ার কথা ঘোষণা করেছে রাশিয়া। বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের চেয়েও কম দরে তেল রপ্তানি করবে রাশিয়া। তাতে সাড়াও দিয়েছে ভারত। এই মুহূর্তে দেশের বাজারে অপরিশোধিত তেলের দাম যে হারে বাড়ছে, তাতে রুশ তেল আমদানি করা লাভজনক হবে বলেই মত অর্থনৈতিক মহলের। কিন্তু এনিয়ে ভারতের উপর চাপ বাড়ছে পশ্চিমী দেশগুলির। তা নিয়েই সম্ভবত ভারত-আমেরিকার রাষ্ট্রপ্রধানরা ভারচুয়াল বৈঠকে বসতে চলেছেন।

[আরও পড়ুন: ঝাড়ফুঁকের জেরে দীর্ঘদিন ধরে অসুস্থ যুবক! তন্ত্রমন্ত্রে সুস্থ করার প্রতিশ্রুতি, অভিযুক্ত বউদি]

সূত্রের খবর, সোমবার নরেন্দ্র মোদি ও জো বাইডেন ভারচুয়াল আলোচনা করবেন। রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গ ছাড়াও দু’দেশের কৌশলগত অবস্থান, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা হওয়ার সম্ভাবনা। এদিকে, প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Sing) রবিবার পৌঁছেছেন ওয়াশিংটনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ