Advertisement
Advertisement
PM Modi

ব্রুনেই সফর সেরে সিঙ্গাপুরে মোদি, প্রবাসীদের অভ্যর্থনায় নিজেও বাজালেন ঢোল

২০১৮ সালের পর এই প্রথম সিঙ্গাপুরে এলেন প্রধানমন্ত্রী।

PM Modi arrives in Singapore after concluding Brunei visit
Published by: Biswadip Dey
  • Posted:September 4, 2024 4:42 pm
  • Updated:September 4, 2024 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের ব্রুনেই সফরের শেষে এবার সিঙ্গাপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট থার্মান শন্মুগরত্নমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বুধবারই সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

সোশাল মিডিয়ায় একথা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘সুলতান হাজি হাসানাল বলকিহার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।’ এর আগে সেদেশের বিখ্যাত ওমর আলি সাইফুদ্দিন মসজিদে যান মোদি। তার আগে ব্রুনেইয়ের ভারতীয় দূতাবাসের নয়া ভবনেরও উদ্বোধন করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলকর্মীরা! সিভিসির পরিসংখ্যানে উঠছে একাধিক প্রশ্ন]

ব্রুনেই সফর সেরে এদিনই সিঙ্গাপুরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেদেশের ভারতীয় সম্প্রদায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গানবাজনায় মেতে ওঠেন তাঁরা। মোদিও যোগ দেন তাতে। তাঁকে দেখা যায় ঢোল বাজাতে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সিঙ্গাপুরে পৌঁছেছি। ভারত-সিঙ্গাপুর বন্ধুত্বকে দৃঢ় করার লক্ষ্যে একাধিক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের যুবশক্তি দেশটিকে আদর্শ বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। সেই সঙ্গেই সাংস্কৃতিক জোট গড়তেই আমরা মুখিয়ে রয়েছি।’

Advertisement

মঙ্গলবার মোদি ব্রুনেই পৌঁছন। রওনা হওয়ার আগে মোদিকে বলতে শোনা যায়, ”আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পালিত হচ্ছে। হাজি হাসানাল বলকিহা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের দিকে আমি তাকিয়ে আছি। আমাদের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।” সেই সফর শেষে এবার সিঙ্গাপুরে গেলেন প্রধানমন্ত্রী। এটাই তাঁর পঞ্চম সফর সেদেশে। তবে ২০১৮ সালের পর আর তিনি এখানে আসেননি। দ্বিপাক্ষিক বৈঠকগুলির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন মোদি।

[আরও পড়ুন: বিহারে গানের অনুষ্ঠানে মাত্রাছাড়া ভিড়, দর্শক-সহ হুড়মুড়িয়ে ভাঙল ছাদ, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ