Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মুখোমুখি মোদি-ট্রাম্প

নিঃসন্দেহে অত্যন্ত গুরপত্বপূর্ণ হতে চলেছে এই সাক্ষাৎ।

PM Modi, US President Donald Trump may meet on February 13

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 4, 2025 12:12 am
  • Updated:February 4, 2025 12:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপথ নেওয়ার দিনই কথা হয়েছিল ফোনে। এবার সাক্ষাতের পালা। সূত্রের খবর, চলতি মাসেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদি মুখোমুখি। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুরসিতে বসার পর এই প্রথম দেখা। নিঃসন্দেহে অত্যন্ত গুরপত্বপূর্ণ হতে চলেছে এই সাক্ষাৎ।

২ দিনের প্যারিস সফর শেষে আমেরিকায় যাবেন মোদি। সূত্রের দাবি, ১৩ তারিখ ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। হোয়াইট হাউজের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে, কোন কোন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের শপথগ্রহণের দু-এক সপ্তাহের মধ্যে আমেরিকা সফরে আসবেন, বৈঠক করবেন। সেই তালিকায় নাম রয়েছে মোদির। যদিও সফর নিয়ে বিদেশমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে এদিনই সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চেষ্ট করা হচ্ছে যাতে দ্রুত মোদি-ট্রাম্প বৈঠকে করেন। সেখানে নিঃসন্দেহে শুল্ক যুদ্ধ নিয়েও কথা হবে। কথা হবে সামরিক অস্ত্র, চিনের ‘দাদাগিরি’র মতো বিষয় নিয়েও ।

Advertisement

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন দুদেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে। একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ত্র হস্তান্তর হয়েছে। এবারও নয়াদিল্লির পাখির চোখ মার্কিন সুম্পর্ক। তবে সেই লক্ষ্যপূরণের পথে বাধা হতে পারে শুল্কযুদ্ধ। দুজনের সাক্ষাতে সেই কাঁটা তুলে ফেলা যায় কি না, সেদিকে সকলেই নজর থাকবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement