Advertisement
Advertisement

Breaking News

PM Modi USA

আগামী মাসেই আমেরিকা সফরে মোদি, প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ বাইডেনের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে।

PM Modi will visit USA on June 22, Joe Biden invites on dinner | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 10, 2023 8:19 pm
  • Updated:May 10, 2023 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাসে আমেরিকা (USA) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সফরেই মোদিকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সূত্র মারফত জানা গিয়েছিল, আন্তর্জাতিক যোগ দিবসের সময়েই আমেরিকা সফরে যেতে পারেন মোদি। বুধবার মার্কিন প্রেসিডেন্টের তরফে এই খবরে সিলমোহর পড়ল।

বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের তরফে মোদির সফর নিয়ে বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ২২ জুন নরেন্দ্র মোদিকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতেই এই সফর, এমনটাই বলা হয়েছে হোয়াইট হাউসের বিবৃতিতে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি বজায় রাখতে আলোচনায় বসবে ভারত ও আমেরিকা।

Advertisement

[আরও পড়ুন: ‘দিল্লিতে গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে’, কয়লা পাচার মামলায় মলয় ঘটককে নির্দেশ আদালতের]

তবে ভারতের তরফে এই সফর নিয়ে এখনও কিছু জানানো হয়নি। কতদিনের সফরে যাবেন মোদি, তাও এখনও পরিষ্কার জানা যায়নি। তবে সূত্র মারফত শোনা গিয়েছে, যোগ দিবসে এই প্রথমবার আমেরিকায় থাকতে পারেন মোদি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষেই আমেরিকা সফর শুরু করতে পারেন প্রধানমন্ত্রী। ২৫ তারিখ পর্যন্ত মার্কিন মুলুকে থাকতে পারেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে ভারতের তরফে এখনও কিছুই জানানো হয়নি।

Advertisement

বুধবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, নৈশভোজে একাধিক বিষয়ে আলোচনা সারবেন দুই রাষ্ট্রনেতা। তার মধ্যে অন্যতম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা। এছাড়াও দুই দেশের নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্যের বিষয়েও আলোচনায় বসবেন বাইডেন ও মোদি।

[আরও পড়ুন: ৮৬ বছরের শাশুড়িকে ফ্রাইং প্যান দিয়ে মেরে খুন! বউমার কাণ্ডে তাজ্জব পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ