সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাউন্ট এভারেস্ট বলতেই ভেসে আসে ট্রেকিং, মৃত্যু ভয়, দুর্গম পাহাড়, শীতলতার ছবি৷ উচ্চতাকে জয় করার অদম্য ইচ্ছাতেই এই অভিযানে শামিল হন অভিযাত্রীরা৷ কিন্তু কখনও কেউ ভেবেছেন এভারেস্টের বেস ক্যাম্পে বসে রাতের খাবার খাচ্ছেন কাছের মানুষটির সঙ্গে? কিংবা এভারেস্টের বেস ক্যাম্পে হোটেলের ঘরে রাত কাটাচ্ছেন?
অবস্থার কথা ভেবে চোখ কপালে উঠলেও এমন ভাবনা সত্যি হতে চলেছে খুব শীঘ্রই৷ সম্প্রতি রাঁধুনিদের একটি দল এবং ১৫ জন ট্যুরিস্ট এমনই এক অভিনব এভারেস্ট অভিযান শুরু করেছেন৷ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ওয়ান স্টার হোটেলের ব্যবস্থা করা হলেও, এই হোটেলে পৌঁছতে গেলে রীতিমতো ট্রেকিং করতে হবে৷ জানা গিয়েছে, এই আজব হোটেলে নেপালি খাবার আইটেম থাকবে অতিথি সেবায়৷
খাবার সহজে মিলে গেলেও, এই হোটেলে রাত কাটাতে গেলে সামান্য বেশি ঝক্কি পোয়াতে হবে অতিথিদের৷ হোটেলের তরফ থেকে অতিথিদের ডাউন জ্যাকেট এবং স্লিপিং ব্যাগ বহন করার পরামর্শ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, অভিযাত্রীরা যাতে ওই হোটেলে থাকতে যাওয়ার আগে হিমালয়ের শীতল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন সেই জন্য আগে সাতদিন ট্রেক করার পরামর্শও দিয়েছে হোটেল কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, ২০১৮ সালে এই অভিনব প্রজেক্টটি চালু হবে৷ আর এই হোটেলে থাকতে খরচ লাগবে মাত্র ১,০৫০ ডলার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.