Advertisement
Advertisement

পাকিস্তানের ছত্রছায়ায় বিলাসবহুল জীবন কাটাচ্ছে মুজাহিদিন জঙ্গি নেতা

হয়দরাবাদে বড়সড় বিস্ফোরণের ছক জঙ্গিদের...

prime accused and mastermind Riyaz Bhatkal is believed to be holed up in Karachi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 6:05 pm
  • Updated:December 14, 2016 6:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলসুখনগরে হামলায় অভিযুক্ত ইন্ডিয়ান মুজাহিদিনের(আইএম) তৃণমূল স্তরের সদস্যদের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করতে পারলেও তাদের মাথা রিয়াজ ভাটকল এখনও বহাল তবিয়তে রয়েছে৷ ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা আইএসআই-র কাছ থেকে নিয়মিত মোটা আর্থিক সাহায্য পাচ্ছে৷ সেই টাকা ও পাক রেঞ্জার্সের সামরিক সরঞ্জামের উপর নির্ভর করেই এ দেশে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা, সতর্ক করল এনআইএ৷

বিশেষ সূত্রের খবর, করাচিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে বিলাসবহুল জীবন কাটাচ্ছে ভাটকল৷ এনআইএ-র গোয়েন্দারা জানিয়েছেন, একা ভাটকল নয়, তার ভাই ইকবাল ভাটকল-সহ অন্যান্য আইএম সদস্যরাও আইএসআই-এর কাছ থেকে নিয়মিত মোটা ‘বেতন’ পায়৷ রিয়াজের জন্যই ভেঙে গিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিন৷ শফি আরমরের সঙ্গে তার মতানৈক্যের পর আইএসআই-এর হাত ধরে রিয়াজ৷ রিয়াজের কাছে রয়েছে পাকিস্তানের পাসপোর্ট৷ দিলসুখনগরে হামলা চালাতে রিয়াজ হাওয়ালার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছিল আইএম সদস্যদের৷ হায়দরাবাদের কয়েকটি নির্দিষ্ট লোকেশনে বিস্ফোরণ ঘটানোই রিয়াজের পরবর্তী টার্গেট বলে জানিয়েছেন এনআইএ-র গোয়েন্দারা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement