Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে পাক দ্বিচারিতা, খলিস্তানি নেতার সঙ্গে একমঞ্চে সেনাপ্রধান বাজওয়া

সিধুকে পাকিস্তান থেকে নির্বাচনে লড়ার আহ্বান ইমরানের৷

 Pro-Khalistan leader Gopal Chawla with Pak Army chief
Published by: Tanujit Das
  • Posted:November 28, 2018 7:56 pm
  • Updated:November 28, 2018 7:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তারপুর করিডর উদ্বোধন অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে একমঞ্চে দেখা গেল খলিস্তানি নেতা গোপাল সিং চাওলাকে৷ কেবল মঞ্চ ভাগ করে নেওয়াই নয়, এই উগ্রবাদী নেতার সঙ্গে খোসমেজাজে গল্প করতে, ছবি তুলতে এবং আলিঙ্গন করতে দেখা দেল পাক সেনাপ্রধানকে৷ যা আবারও পাকিস্তানের দ্বিচারিতা প্রমাণ করল বলে অভিযোগ করেছে ভারত৷ নয়াদিল্লির যুক্তি, এই ঘটনাই প্রমাণ করে যে, প্রকাশ্যে মানতে না চাইলেও, আদতে খলিস্তানি আন্দোলনে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং খলিস্তানিদের উসকে দিয়ে পাঞ্জাবে অশান্তি পাকানোর ষড়যন্ত্র কষছে রাওয়ালপিণ্ডি৷

[সার্ক শীর্ষ সম্মেলনে ফের মোদিকে আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তান]

Advertisement

পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির চেয়ারম্যান গোপাল সিং চাওলা দীর্ঘদিন ধরেই খলিস্তানি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে৷ পাকিস্তান ছাড়াও কানাডার শিখ সম্প্রদায়ের মধ্যে অনেক অনুগামী রয়েছে তার৷ সম্প্রতি পাঞ্জাবের অমৃতসরে যে জঙ্গি হামলা হয়েছিল, তার পিছনেও এই চাওলার হাত রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই হামলার আগে পাক জঙ্গিদের সঙ্গে বৈঠক করেছিল চাওলা এবং সেই বৈঠকে পাঞ্জাবে সন্ত্রাসের আবহ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনার হয়। এরপরই হামলা চালানো হয়৷ তাঁর সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এরও ভাল সখ্যতা রয়েছে বলে, জানিয়েছেন ভারতীয় গোয়েন্দারা৷ এখানেই শেষ নয়, পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের গুরুদ্বার সৎ সংঘে ঢুকতে না দেওয়ারও অভিযোগ রয়েছে চাওলার বিরুদ্ধে৷ এমন একজন উগ্রবাদী নেতার সঙ্গেই বুধবার মঞ্চ ভাগ করে নিয়েছেন পাক সেনাপ্রধান৷ যার কঠোর সমালোচনা করেছে ভারত৷ পাক প্রশাসনের সমালোচনা করে বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী জানান, কর্তারপুর করিডর উদ্বোধন অনুষ্ঠানের অপব্যবহার করেছে পাকিস্তান৷ সেখানে ইসলামাবাদের তরফ থেকে ভারতের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতার বার্তা দেওয়া হয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল৷

Advertisement

[চিনে রাসায়নিক প্ল্যান্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২২]

ওই অনুষ্ঠানে পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর ভূয়সী প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এদিন ইমরান বলেন, “সিধু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকেও নির্বাচনে লড়াই করতে পারেন৷ আমি নিশ্চিত, এখান থেকে নির্বাচনে লড়াই করলেও তিনি জয়ী হবেন৷” উল্লেখ্য, শিখদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হল কর্তারপুর দরবার সাহিব গুরুদ্বার৷ তীর্থযাত্রীদের সুবিধার্থে পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কর্তারপুর পর্যন্ত একটি করিডর নির্মাণ করা হচ্ছে৷ ২০১৯-এর নভেম্বরে মধ্যে শেষ হয়ে যাবে এই নির্মাণকার্য৷ যার ফলে ভারতীর শিখ সম্প্রদায়ের মানুষরা বিনা ভিসায় এই কর্তারপুরের গুরুদ্বার ভ্রমণে যেতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ