Advertisement
Advertisement

Breaking News

Modi

‘মোদির জন্য গর্বিত’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাহুল গান্ধীর ‘মেন্টর’!

রাহুলের সঙ্গে মার্কিন সফরের ফাঁকে মোদি-প্রশস্তি কংগ্রেস নেতার মুখে।

'Proud Of It', Congress leader Sam Pitroda says ahead of PM Modi's historic trip। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 3, 2023 4:32 pm
  • Updated:June 3, 2023 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাসে আমেরিকা (USA) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সফরেই মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণও করা হয়েছে তাঁকে। আজ পর্যন্ত কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে দু’বার বক্তব্য রাখার সুযোগ পাননি। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর ‘মেন্টর’ স্যাম পিত্রোদা জানিয়ে দিলেন, তিনি এই বিষয়ে গর্বিত! এই মুহূর্তে রাহুলের সঙ্গে মার্কিন সফরে রয়েছেন স্যাম। সেখান থেকেই মোদির প্রশস্তি শোনা গেল তাঁর মুখে।

রাহুল যেখানে বিজেপি (BJP) ও মোদি সরকারের কট্টর সমালোচক, সেখানে ‘ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসে’র সভাপতি স্যাম কিন্তু মোদি সরকারের বিদেশ নীতির প্রশংসা করেছেন। জানিয়েছেন, ইউক্রেন ও চিন ইস্যুতে বিদেশ মন্ত্রকের পাশেই রয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনা: ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষ কথা, বাড়ি ফেরা হল না বর্ধমানের সফিকের]

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে মোদির আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে বলতে দেখা গিয়েছে, ”আমাকে কেউ জানালেন মোদি এই সম্মান পাচ্ছেন। এক্ষেত্রে আমি বলতেই পারি আমি সুখী। কেননা দিনের শেষে তিনি আমার প্রধানমন্ত্রী। কিন্তু এখানে একটা ভুল করা ঠিক হবে না। উনি কিন্তু এই সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে নয়। এই দুই বিষয়কে আলাদা করে দেখা দরকার। দেড়শো কোটির একটি দেশের প্রধানমন্ত্রীর সর্বত্র সম্মান পাওয়া উচিত। এই নিয়ে আমি গর্বিত। আমি এই বিষয়ে নেগেটিভ নই।”

Advertisement

তবে এরই পাশাপাশি বিজেপিকে আক্রমণও করেছেন তিনি। তাঁর কথায়, ”আপনারা দেখবেন, ওরা সব বিষয়কে পালটে দেয়। সবাইকে সংশয়ে ফেলে দেয়। তারপর ব্যক্তিগত আক্রমণ করে। এটা গণতন্ত্র হতে পারে না। মানুষকে সম্মান করা উচিত। তার জায়গায় ৫০ জন লোককে ছেড়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ছড়ানোর জন্য।”

[আরও পড়ুন: Train Accident: ‘রাখে হরি তো মারে কে?’, ট্রেনের জানলাই যেন ‘ত্রাতা’ হামসফর এক্সপ্রেসে থাকা ১২ বঙ্গবাসীর]

প্রসঙ্গত,গত মে মাসে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের তরফে মোদির সফর নিয়ে বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ২২ জুন নরেন্দ্র মোদিকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতেই এই সফর, এমনটাই বলা হয়েছিল হোয়াইট হাউসের বিবৃতিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ