৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিদেশের মাটিতে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কেন্দ্রকে ‘সমর্থন’ রাহুলের, সুর নরম চিন নিয়েও

Published by: Subhajit Mandal |    Posted: June 1, 2023 7:12 pm|    Updated: June 1, 2023 7:12 pm

Rahul Gandhi backs Centre's stand on Russia-Ukraine war | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটা নিজেদের স্বার্থ দেখার সময়। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে কেন্দ্র সরকারকে কার্যত সমর্থন করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এর আগে একাধিক ইস্যুতে দেশের বাইরে গিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন রাহুল। কিন্তু বিদেশের মাটিতে গিয়ে তিনি কূটনৈতিক ঐতিহ্য মেনে বিদেশনীতি সংক্রান্ত কোনও ইস্যুতেই সরকারকে সেভাবে আক্রমণ করলেন না। ঘুরিয়ে সমর্থনই করলেন।

মোদি (Narendra Modi) সরকারের বিদেশ নীতি বিশেষ করে চিন নীতি নিয়ে দেশে বারবার সরব হয়েছেন রাহুল। প্রশ্ন তুলেছেন, ভারতের জমিতে চিনের দখলদারি নিয়ে। সরকারের ব্যর্থতার জেরে চিন (China) কীভাবে ভারতের জমি দখল করে নিচ্ছে, সে নিয়েও বিস্তর সুর চড়িয়েছেন তিনি। কিন্তু বুধবার রাতে ক্যালিফর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় রাহুল এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেননি। উলটে মেনে নিয়েছেন,”এই মুহূর্তে ভারত-চিন সম্পর্কের পরিস্থিতি কঠিন।” একই সঙ্গে কেন্দ্রের সুরে রাহুল চিনকেই হুঁশিয়ারি দিয়ে বলে দেন, ভারতকে ধাক্কা দিয়ে সরানো যাবে না।

[আরও পড়ুন: অপারেশন টেবিলে ৯ মহিলা, মদ্যপ অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়লেন ডাক্তার! তারপর…]

এদিনের ভাষণে চিনা আগ্রাসন নিয়ে প্রতিবেশী দেশকে বারবার আক্রমণ করেছেন রাহুল গান্ধী। দখলদারি নিয়ে সরব হয়েছেন বেজিংয়ের বিরুদ্ধে। কিন্তু খুব সচেতনভাবে কেন্দ্রকে আক্রমণ করা থেকে নিজেকে বিরত রেখেছেন। বর্তমান পরিস্থিতিতে চিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার যে সম্ভব নয়, সেটাও মেনে নিয়েছেন কংগ্রেস নেতা। রাহুল বলেন,”চিন আমাদের বেশ কিছু এলাকা দখন করে রেখেছে। তাই এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন।”

[আরও পড়ুন: ‘মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে’, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিয়ে ‘সুর বদল’ উচ্চমাধ্যমিকে চতুর্থ প্রেরণার]

তাৎপর্যপূর্ণ ভাবে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতেও সরকারের পাশে থেকেছেন রাহুল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে কেন্দ্র কার্যত নিরপেক্ষ অবস্থান নিলেও মোটের উপর রাশিয়ার দিকে খানিকটা ঝুঁকে নয়াদিল্লি। সেই অবস্থানকে সমর্থন করে রাহুল স্পষ্ট বলে দিয়েছেন, ‘‘ভারতের এখন নিজের স্বার্থ দেখার সময়।’’ আসলে এর আগে বিদেশের মাটিতে রাহুলের একাধিক মন্তব্য তাঁকে এবং তাঁর দলকে অস্বস্তিতে ফেলেছে। তাই এবার সংবেদনশীল ইস্যুতে খানিকটা পরিপক্ক অবস্থান নিলেন কংগ্রেস নেতা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে