Advertisement
Advertisement
Prerana Paul

‘মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে’, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিয়ে ‘সুর বদল’ উচ্চমাধ্যমিকে চতুর্থ প্রেরণার

মেয়ের পাশে দাঁড়ালেন বাবা অশোক পাল।

Prerana Paul, 4th ranked in HS opens up over over controversy | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2023 3:35 pm
  • Updated:June 1, 2023 4:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলপ্রকাশের পরই উচ্চমাধ্যমিকে চতুর্থ স্থানাধিকারী প্রেরণা পালের মন্তব্যে দানা বেঁধেছিল বিতর্ক। কারণ, তিনি বলেছিলেন, “এ দুর্নীতি যুক্ত রাজ্য আমার রাজ্য হতে পারে না।” কটাক্ষের শিকারও হতে হয়েছিল কৃতি ছাত্রীকে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রেরণা। দাবি করলেন, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। পাশে দাঁড়ালেন তাঁর বাবা অশোক পাল।

বর্তমানে শিরোনামে শিক্ষক নিয়োগ দুর্নীতি। চাকরির দাবিতে পথে শিক্ষিতরা। আদালতে চলছে একাধিক। এই বিষয়টা বেশ প্রভাব ফেলেছিল গোবরডাঙার বাসিন্দা প্রেরণা পালের মনে। ফলপ্রকাশের পর যখন জানা যায়, উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছেন প্রেরণা তখন স্বাভাবিকভাবেই অনেক সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেই প্রেরণা বলেন, “এ দুর্নীতি যুক্ত রাজ্য আমার রাজ্য হতে পারে না।” তারপর থেকেই নেটদুনিয়ায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়। অনেকের অভিযোগ ছিল, প্রেরণার বাবা বাম সংগঠনের সঙ্গে যুক্ত। তাই এধরনের মন্তব্য করেছেন তিনি। আগেই প্রেরণা ও তাঁর বাবা শিক্ষক অশোক পাল তাঁদের বক্তব্যের অর্থ বলেছিলেন। বৃহস্পতিবার মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠান শেষে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: নজরে জঙ্গলমহলের ৫ লোকসভা আসন, নতুন কর্মসূচি নিয়ে আদিবাসীদের ঘরে-ঘরে যাবে BJP]

এদিন প্রেরণা বলেন, “আমি কখনই বলিনি বাংলা আমার রাজ্য নয়। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।” বাংলায় চাকরির বিশ্বাসযোগ্যতা বা বিদেশ যাত্রা প্রসঙ্গে প্রেরণা বলেন, “একটা আশঙ্কা তো থাকছেই, সেটা তো অমূলক নয়। তবে বিদেশে যাওয়ার সুযোগ পেলে যাব আর যদি এখানে সেরকব পরিবেশ থাকে, তাহলে এখানেই থাকব।” মেয়ের সুরেই সুর মিলিয়েছেন বাবা অশোক পাল। জানিয়েছেন, মেয়ে যে কথা বলতে চেয়েছিল, তাতে সমর্থন রয়েছে তাঁরও। কিন্তু দুর্নীতি নিয়ে শাসকদলের বিরুদ্ধে এত বিরক্তি সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীর ডাকা অনুষ্ঠানে প্রেরণা? এ বিষয়ে ছাত্রীর বাবা বলেন, “এটা কোনও গোষ্ঠী বা ব্যাক্তির অনুষ্ঠান নয়। এটা সংবিধানিক সংস্থার সংবর্ধনা। আমার মেয়ের অর্জন, সেই কারণেই আসা।”

Advertisement

[আরও পড়ুন: প্রচার সত্ত্বেও দেখা নেই পড়ুয়ার! উঃ দিনাজপুরের স্কুলগুলিতে একাদশে ভরতি পড়ুয়ার সংখ্যা দশেরও কম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ