Advertisement
Advertisement
putin

পার্কিনসন্স ও ক্যানসারের জোড়া ফলায় ঘায়েল পুতিন! শীঘ্রই ছাড়তে পারেন রুশ প্রেসিডেন্ট পদ

অসুস্থতা নাকি পদ ছাড়ার নেপথ্য অন্য কোনও কারণ?

Report claims Russian President's Condition Deteriorating may Step Down Soon | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 24, 2023 7:15 pm
  • Updated:January 24, 2023 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতা থেকে সরছেন পুতিন (Vladimir Putin)! এমন খবর ঘিরে তোলপাড় রাশিয়া। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। গত কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্য়েই প্রেসিডেন্ট ছাড়তে পারেন পুতিন। যদিও এ সম্পর্কে রুশ সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, পার্কিনসন্স ও ক্যানসারে ভুগছেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট। দ্রুতই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তার। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের গদি ছাড়তে পারেন তিনি। এ নিয়ে রাশিয়ার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে পা গলাবেন প্রেসিডেন্টের ছেড়ে যাওয়া গদিতে? তা অবশ্য এখনও নিশ্চিত নয়। এদিকে পুতিনের ক্ষমতাচ্যুতির নেপথ্যে অন্য কারণ রয়েছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: সরস্বতী পুজোতেও রাজনীতি! পার্থ-অর্পিতার ‘দুর্নীতি’র থিমে সেজেছে মণ্ডপ, নিন্দা তৃণমূলের]

সূত্রের খবর, শীঘ্রই পুতিন সরকারের পতন হতে পারে। কারণ, তাঁর সরকারের মধ্যেই অনেকে রয়েছেন যাঁরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine Russia War) বিরুদ্ধে। পুতিনের আশঙ্কা, যুদ্ধ বিরোধীরাই যে কোনও সময় সরকার ফেলে দিতে পারে। যার জেরে পুতিনের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে চলেছে। এই পরিস্থিতি এড়াতেই শারীরিক অসুস্থতার অজুহাতে প্রেসিডেন্টের গদি ছাড়তে চাইছেন তিনি। বদলে তাঁরই পছন্দের ‘হাতের পুতুল’ কাউকে ওই পদে বসাতে চাইছেন।

প্রসঙ্গত, পুতিনের অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে জল্পনা চলছে। গত বছরের শেষেই তিনি জানিয়েছিলেন, প্রথামাফিক সাংবাদিকদের মুখোমুখি হবেন না। সাংবাদিকদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। জেনারেল এসভিআর’ নামের রুশ টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, পুতিন একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে ক্যানসারের মতো মারণ অসুখও রয়েছে। সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে নাকি কক্সিস অর্থাৎ পায়ুর হাড়ে চোট পেয়েছেন রুশ প্রেসিডেন্ট। বেশ কিছুদিন ধরে জনসমক্ষে দেখা যায়নি পুতিনকে। তার মধ্যেই জল্পনা উসকে দিয়েছে জেলেনস্কির  এক মন্তব্য। 

[আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে বিপুল তছরুপের অভিযোগ! জনস্বার্থ মামলায় CAG এবং অর্থসচিবকে যুক্ত করল হাই কোর্ট]

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) মতে, মাঝে মাঝে যে ব্যক্তিকে দেখা যায়, তিনি আসলে পুতিন নাও হতে পারেন। হতে পারে রুশ প্রেসিডেন্ট বেঁচে নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement