Advertisement
Advertisement

আবহাওয়া ভাল, ফের শুরু উদ্ধারকাজ

ক্যাম্প- থ্রির কাছাকাছিই কোথাও রয়েছে সুভাষবাবুর দেহ৷ কিন্তু খোঁজ পাওয়া যায়নি গৌতম ও পরেশবাবুর৷ মনে করা হচ্ছে ক্যাম্প ফোরের কাছে এভারেস্টের ব্যালকনির কাছাকাছি কোথাও খোঁজ মিলতে পারে তাঁদের৷

rescue operation again started in kathmandu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 2:44 pm
  • Updated:May 26, 2016 2:44 pm  

স্টাফ রিপোর্টার: আবহাওয়া কিছুটা ভাল থাকায় আজ ভোরে ৬ শেরপাকে নিয়ে উদ্ধারকারী চপার রওনা দিল বেসক্যাম্প থেকে৷ সব ঠিক থাকলে ৬৪০০ মিটার উপরে ক্যাম্প-টুয়ে নামানো হবে শেরপাদের৷ কয়েকজন শেরপা ক্যাম্প-ফোর (৮০০০ মিটার) পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন নিখোঁজ অভিযাত্রী গৌতম ঘোষ ও পরেশ নাথের খোঁজে৷ বাকিরা ক্যাম্প-থ্রির (৭১৬২ মিটার) কাছে খোঁজ চালাবেন সুভাষ পালের দেহের৷ এখনও পর্যন্ত জানা গিয়েছে ক্যাম্প- থ্রির কাছাকাছিই কোথাও রয়েছে সুভাষবাবুর দেহ৷ কিন্তু খোঁজ পাওয়া যায়নি গৌতম ও পরেশবাবুর৷ মনে করা হচ্ছে ক্যাম্প ফোরের কাছে এভারেস্টের ব্যালকনির কাছাকাছি কোথাও খোঁজ মিলতে পারে তাঁদের৷ নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় চারদিন৷ এতটা লম্বা সময় অক্সিজেন ছাড়া বেঁচে থাকা কার্যত অসম্ভব৷ তা সত্ত্বেও কোনও অলৌকিক ঘটনার আশাতেই তাঁদের মৃত ঘোষণা করতে চাইছে না রাজ্য সরকার৷
মঙ্গলবার উদ্ধারকারী শেরপাদের নিয়ে বৈঠক করেন রাজ্য সরকারের প্রতিনিধিরা৷ তারপরই সিদ্ধান্ত হয় বুধবার আবহাওয়া ভাল থাকলে দু’ভাগে ভাগ হয়ে উদ্ধার কাজ চালাবেন তাঁরা৷ অন্যদিকে, অভিজ্ঞ পর্বতারোহী দেবাশিস নন্দীকেও গৌতম ও পরেশবাবুর খোঁজে উদ্ধারকার্যে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে৷ তিনি আপাতত রয়েছেন বেসক্যাম্পেই৷ এদিকে, এভারেস্ট জয়ী চার অভিযাত্রী মলয় মুখোপাধ্যায়, সত্যরূপ সিদ্ধান্ত, রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদার আজ বৃহস্পতিবার নামচেবাজারের কাছে রয়েছেন৷ এখনও পর্যন্ত ঠিক আছে, শুক্রবার তাঁরা লুকলা বিমানবন্দরে এসে পৌঁছবেন৷ সেখান থেকে কাঠমাণ্ডু৷ দু’-তিন দিন কাঠমাণ্ডুতে অফিসিয়াল কাজকর্ম সেরে রাজ্যের পথে পা বাড়াবেন তাঁরা৷ অন্যদিকে, ধৌলাগিরির এক নম্বর ক্যাম্পে রয়েছে অভিযাত্রী রাজীব ভট্টাচার্যর দেহ৷ তাঁকে আজ কাঠমাণ্ডুতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement