Advertisement
Advertisement

Breaking News

রাশিয়ায় বন্দুকবাজের হামলা

রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থার দপ্তরে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ২

এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

Russian security officer dead, 5 injured in Moscow shooting

ঘটনাস্থলের ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:December 20, 2019 9:24 am
  • Updated:December 20, 2019 9:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আচমকা হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকবাজ। এর জেরে এখনও পর্যন্ত এক নিরাপত্তা আধিকারিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হয় অজ্ঞাত পরিচয়ের ওই বন্দুকবাজও। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর লুবায়ঙ্কা স্কোয়ারে।

সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন যে সংস্থাকে কেজিবি(KGB) নামে চিনত সারা বিশ্ব, আজ তার নাম ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। বর্তমানে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা হিসেবেই পরিচিত। গতকাল সেই সংস্থার প্রধান কার্যালয়ের বাইরেই হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, সদর দপ্তরের বাইরে দাঁড়িয়ে আচমকা গুলি চালাতে আরম্ভ করে ওই ব্যক্তি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্থানে কর্তব্যরত এক নিরাপত্তা আধিকারিকের। জখম হন আরও পাঁচজন। তার মধ্যে দুজন আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের গণতন্ত্রকে সম্মান করি’, CAA বিতর্কের মধ্যেই তাৎপর্যপূর্ণ বার্তা আমেরিকার]

 

Advertisement

এফএসবির পক্ষ থেকে জানানো হয়েছে, সদর দপ্তরের বাইরে আচমকা হামলা চালায় ওই বন্দুকবাজ। তবে অফিসে ঢুকতে পারেনি। তার গুলিতে এক আধিকারিকের মৃত্যু হয়েছে আর জখম হয়েছেন পাঁচজন। পরে ওই ব্যক্তিকেও গুলি করে খতম করেন অন্য নিরাপত্তারক্ষীরা। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। সে কেন হামলা চালাল তাও জানা যায়নি। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠী রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ‘ইমপিচ’ করা হল ট্রাম্পকে, এবার সেনেটে ভাগ্যপরীক্ষা মার্কিন প্রেসিডেন্টের]

 

মজার বিষয় হল মস্কোর লুবায়ঙ্কা স্কোয়ারে যখন এই ঘটনা ঘটছে তখন ক্রেমলিনে আয়োজিত নিরাপত্তা রক্ষীদের সম্মেলনে বক্তব্য রাখছিলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেল সিকিউরিটি সার্ভিসের শীর্ষকর্তারাও। বন্দুকবাজের হামলার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে শোকপ্রকাশ করেন পুতিন। এই ঘটনার দ্রুত তদন্ত করার নির্দেশ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ