Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি হয়ে ওঠার অনুপ্রেরণা জোগাতে ছাত্রীকে পুরস্কার শিক্ষকের!

কেন এমনটা করল স্কুল কর্তৃপক্ষ?

School student gets ‘most likely to become a terrorist’ award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 9:47 am
  • Updated:May 28, 2017 9:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী হয়ে ওঠার সমস্ত যোগ্যতা রয়েছে ১৩ বছরের এই ছাত্রীর মধ্যে৷ ভবিষ্যতে বিশ্বে সন্ত্রাস ছড়াতে সফল হবে সে৷ তাই জঙ্গি হয়ে ওঠার সর্বগুণসম্পন্ন সপ্তম শ্রেণির ছাত্রীর হাতে সেরার পুরস্কার তুলে দিলেন শিক্ষক৷ নাহ! কোনও ছবির চিত্রনাট্য নয়৷ আমেরিকার এক স্কুলে এমন অদ্ভুত ঘটনায় বিস্মিত ছাত্রীর অভিভাবকও৷ তাঁরা স্কুলকে এ জন্য ক্ষমা চাইতে বলেছেন৷

টেক্সাসের চ্যানেলভিউর অ্যান্টোনি অ্যাগুইরি জুনিয়র হাইস্কুলের ঘটনা৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,  মজা করতেই আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের৷ অদ্ভুত কিছু কারণের জন্য সেখানে ছাত্রদের হাতে শংসাপত্র তুলে দেন শিক্ষকরা৷ নেহাতই মজা করার জন্যই নাকি এমন পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছিল৷ গত সোমবারই ম্যাঞ্চেস্টারে পপ তারকা আরিয়ানার কনসার্টে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছিলেন ২২ জন সাধারণ মানুষ৷ আর ঠিক তার পরের দিন মার্কিন মুলুকের এই স্কুলে সন্ত্রাসবাদ নিয়ে ঠাট্টা করা হয়৷ ১৩ বছরের লিজেথ জানায়, “শিক্ষক যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করলেন, নিজের কানকে বিশ্বাস করতে পারিনি৷ অত্যন্ত হতাশ হয়ে পড়ি৷ রাগও হয়৷ কিন্তু সকলের সামনে তা প্রকাশও করতে পারিনি৷ আমার হাতে শংসাপত্র তুলে দেওয়ার সময় শিক্ষক হাসছিলেন৷”

[মন্ত্রী আসবেন হাসপাতালে, বের করে দেওয়া হল রোগীদের!]

গোটা ঘটনায় বিরক্ত লিজেথের মা এনা হার্নান্ডেজও৷ তিনি এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ৷ তিনি বলেন, “পুরস্কারের কথাটা শুনেই অবাক হয়ে গিয়েছিলাম৷ আমার মেয়ে যথেষ্ট ভাল ছাত্রী৷ তাই এ ধরনের ঠাট্টার সঙ্গে ওর নাম জড়ানোয় আমি বেশ হতাশ৷ শিক্ষকদের হাসি পেলেও আমার মেয়েরও এই ঘটনায় হাসি পায়নি৷” শুধু লিজেথ ছাড়াও আরও কয়েকজনকে বেশ অদ্ভুত কারণে পুরস্কৃত করা হয়েছে৷ যেমন যে কোনও বিষয়ে কান্নাকাটি করার জন্য, যে কোনও সময় ঘরছাড়া হতে পারে এমন কারণেও পুরস্কার দেওয়া হয়৷ তবে এমন অনুষ্ঠানের জন্য পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ বলা হয়েছে, স্কুলে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা তাদের উচিত হয়নি৷

[যোগীর রাজ্যে মহিলাকে শ্লীলতাহানি করে ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ