সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ হোয়াইট হাউসে (White House) উদ্ধার হল মাদক! এই সংবাদ নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরার মার্কিন শাখা। ‘মাদক’ উদ্ধারের সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) উপস্থিত ছিলেন না বলেই জানা গিয়েছে। তিনি সেই সময় ক্যাম্প ডেভিডে ছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্সি উদ্ধার হওয়া বস্তুটিকে মাদক বলে নিশ্চিত করেনি। তাদের ভাষায় একটি ‘আইটেম’ উদ্ধার হয়েছে, সন্দেহজনক বস্তুটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে।
রবিবার রাত ৮টা বেজে ৪৫ মিনিট নাগাদ হোয়াইট হাউসের ভিতরে মেলে সন্দেহজনক ওই পাউডার। খবর পেয়ে দমকল এবং আপতকালীন বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ‘আইটেম’ পরীক্ষা করে তাদের প্রাথমিক অনুমান সেটি কোকেন। বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই তদন্তে গতি আসব বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস এজেন্সি। যদিও প্রশ্ন উঠছে, কীভাবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের মতো হাই সিকিউরিটি জোনে মাদক পাচার হল? এর পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে?
পৃথিবী বিখ্যাত সাদা প্রাসাদের পশ্চিম দিকের ভবন থেকে ‘মাদক’ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের এক্সিকিউটিভ মেনশনের মধ্যে পড়ে। ওই ভবনেই রয়েছে ‘ওভাল অফিস’, ‘ক্যাবিনেট রুম’ এবং ‘প্রেস রুম’। এছাড়াও হোয়াইট হাউজের কর্মীদের দপ্তরও রয়েছে ভবনটিতে। হাই প্রোফাইল জায়গায় মাদক মেলায় বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে বাইডেনের দেশে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.