Advertisement
Advertisement

Breaking News

Russia

তিনদিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলেছে রুশ ফৌজ, উপগ্রহ চিত্রে মিলল ভয়াবহ তথ্য

তবে কি যুদ্ধ আসন্ন?

See Satellite Pics Of Massive Russian Forces' Build-Up Near Ukraine | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 14, 2022 10:13 am
  • Updated:February 14, 2022 10:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনা। বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় কৌশলগত জায়গায় অবস্থান নিয়েছে রুশ চতুরঙ্গ বাহিনী। তবে কি যুদ্ধ আসন্ন? এমনই প্রশ্ন তুলে প্রকাশ্যে এসেছে একাধিক উপগ্রহ চিত্র।

[আরও পড়ুন: ইউক্রেনে বাড়ছে যুদ্ধের আশঙ্কা, পোল্যান্ডে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা]

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ইউক্রেনকে বেকায়দায় ফেলতে তিনটি ফ্রন্ট খুলতে চলেছে রাশিয়ার সেনাবাহিনী। ইতিমধ্যেই বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ায় সীমান্তবর্তী কৌশলগত জায়গায় অবস্থান নিয়েছেনহাজার হাজার রুশ সেনা। সেখানে রয়েছে শয়ে শয়ে সাঁজোয়া গাড়ি। রয়েছে কয়েকশো ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার ও মিসাইল ডিফেন্স সিস্টেম। মস্কোর এহেন আগ্রাসী পদক্ষেপের প্রমাণ পাওয়া গিয়েছে আমেরিকার একটি বেসরকারি সংস্থা ‘Maxar Technologies’-র তোলা উপগ্রহ চিত্রে।

Advertisement

রাশিয়া-ইউক্রেন সীমান্তের বেশ কিছু উপগ্রহ চিত্র তুলেছে সংস্থাটি। ওই ছবিগুলিতে দেখা যাচ্ছে ক্রিমিয়া ও ইউক্রেন সীমান্তের কাছে একাধিক জায়গায় জমায়েত ক্রমে বাড়িয়ে চলেছে রুশ সেনাবাহিনী। ফেব্রুয়ারির ১০ তারিখের ছবিতে দেখা গিয়েছে ক্রিমিয়ার একটি পরিত্যক্ত বিমানঘাঁটিতে আচমকা প্রায় পাঁচশো সেনা ছাউনি তৈরি হয়েছে। সেখানে শয়ে শয়ে সাঁজোয়া গাড়ি পাঠিয়েছে রাশিয়ার ফৌজ।

Advertisement

এদিকে, বেলারুশের গমেল শহরের কাছে একটি বিমানঘাঁটিতে হাজির হয়েছে রুশ সামরিক হেলিকপ্টার, সাঁজোয়া গাড়ি ও শয়ে শয়ে সেনা। তাৎপর্যপূর্ণ ভাবে, বেলারুশ-ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে গমেল শহর। একইভাবে, পশ্চিম রাশিয়ায় বিপুল সেনা মোতায়েন করেছে মস্কো। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে থাকা একটি সামরিক ঘাঁটিতে বিপুল সেনা সমাবেশ হচ্ছে বলে উপগ্রহ চিত্রে প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, ইউক্রেনের (Ukraine Crisis) আকাশে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। রুশ-মার্কিন প্রেসিডেন্টের একঘণ্টা ফোনালাপের পরও এই ইস্যুতে সমাধান সূত্রে মেলেনি। উলটে প্রকাশ্যে এসেছে কড়া মার্কিনি বার্তা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্পষ্ট বার্তা, রাশিয়া আর এক ইঞ্চি এগোলেও যোগ্য জবাব দেবে আমেরিকা ও তাঁর সঙ্গীরা। যা দেখে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা জোরাল হচ্ছে।

[আরও পড়ুন: ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, ইউক্রেন সীমান্তে গোলা বারুদ মোতায়েন করল রাশিয়া-আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ