সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনাড নুরকিচ৷ ছোটপর্দার লাস্যময়ী এই তারকা সার্বিয়ার অত্যন্ত জনপ্রিয় নাম৷ শরীরি ভাষায় অনুগামীদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেন ২৪ বছরের এই হট অ্যান্ড সিজলিং মডেল৷ এর বাইরেও অবশ্য আরেকটা পরিচয় রয়েছে তাঁর৷ এক রাজনীতিবিদের গার্লফ্রেন্ড তিনি৷ তাহলে প্রশ্ন হল, নতুন করে সংবাদের শিরোনামে কেন উঠে এসেছেন এই মডেল? নিজে মুখে স্বীকার করেছেন, বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও দেহব্যবসায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি!
নাম, যশ বা অর্থ, কোনও কিছুরই অভাব নেই৷ তাহলে দেহ ব্যবসার মতো পেশা কেন বেছে নিলেন তিনি? সেনাড জানালেন, “এতে তো কোনও অপরাধ নেই৷ তাছাড়া দুনিয়ায় কোনও কাজই ছোট নয়৷ আমার এই কাজ করতে বেশ ভাল লাগে৷ তাই এই পেশায় নাম লিখিয়েছি৷” কিন্তু সার্বিয়ায় দেহব্যবসার উপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ কল গার্ল বা বারবনিতাদের হাতেনাতে ধরতে পারলেই সোজা তাঁদের স্থান হয় শ্রীঘরে৷ সে সবকে অবশ্য একেবারেই তোয়াক্কা করেন না এই লাস্যময়ী টিভি স্টার৷ কারণ পুলিশকে সামলানোর দায়িত্ব নিয়েছেন খোদ তাঁর রাজনীতিবিদ বয়ফ্রেন্ড! আসলে এই পেশা থেকে মোটা অঙ্কের টাকা ঢোকে সেনাডের পকেটে৷ তাই তাঁর পরিবার বা বয়ফ্রেন্ড, কেউই এতে বাধা দেন না৷
জনপ্রিয় এই মডেলের অবশ্য দেহব্যবসার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে৷ শুধুমাত্র বড় ব্যবসায়ী এবং সুপুরুষ ব্যক্তিদের ডাকেই সাড়া দেন তিনি৷ নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, “বড়মাপের ব্যবসাদাররা ফোন করেন৷ যখন তাঁদের স্ত্রীরা বাড়ির বাইরে থাকেন, তখন পৌঁছে যাই৷ আমার টাকাতেই পরিবারের সব দেনা মেটে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.