Advertisement
Advertisement

ভাঙল বাকিংহাম প্যালেসের রীতি, পাগড়ি পরেই মহড়া সারলেন শিখ জওয়ান

তাঁর অবদান অনুপ্রাণিত করবে অনেককে, আশা এই ভারতীয় বংশোদ্ভূতের৷

Sikh soldier becomes first to wear turban in annual Trooping
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2018 4:46 pm
  • Updated:June 10, 2018 4:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, দিনটা ছিল রানি এলিজাবেথের জন্মদিন৷ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে দিনটি ঐতিহ্যের সঙ্গে উদযাপন করা হয়৷ অনুষ্ঠানে যোগদান করেন রাজ পরিবার-সহ বিশিষ্ট আমন্ত্রিতরা৷ আর এই দিনেই নয়া ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সেনার জওয়ান চরণপ্রীত সিং লাল৷ ব্রিটেনের রাজমহলের কোল্ডস্ট্রিম গার্ডের অন্তর্গত এই জওয়ান ভাঙলেন দীর্ঘদিনের প্রথা৷ তিনি মহড়ায় অংশগ্রহণ করলেন শিখ ঐতিহ্য বজায় রেখে, পাগড়ি পরে৷ বছর বাইশের চরণপ্রীত সিং লাল মাথায় তুললেন না বাহিনীর জন্য নির্দিষ্ট করে রাখা সেনার টুপি৷

[পাকিস্তানকে কড়া বার্তা, সাংহাই সামিটে কাছাকাছি মোদি-জিনপিং]

Advertisement

ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে নিজের সম্প্রদায়ের ঐতিহ্য বজার রেখে অংশগ্রহণ করতে পেরে খুশি ভারতীয় বংশোদ্ভূত এই জওয়ান৷ ইতিহাসের পাতায় নাম তুলেছেন একথা নিজেও জানেন চরণপ্রীত৷ পাশাপাশি আশা প্রকাশ করেন, কেবল শিখ নয় এবার থেকে অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের আরও মানুষও যোগদান করতে ইচ্ছুক হবেন সেনা বাহিনীতে৷ তাঁকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদও জানান চরণপ্রীত সিং লাল৷

Advertisement

[তালিবানি নাশকতা থেকে বাঁচতে অনলাইন ব্যবসায় মন দিচ্ছেন আফগানরা]

প্রসঙ্গত, ছোটবেলাতেই পরিবারের সঙ্গে ভারত থেকে ব্রিটেনে চলে যান চরণপ্রীত সিং লাল৷ ২০১৬-তে তিনি যোগদান করেন ব্রিটিশ সেনা বাহিনীতে৷ ব্রিটিশ রাজমহলের কোল্ডস্ট্রিম গার্ডের ফার্স্ট ব্যাটালিয়নে নিয়োগ করা হয়েছে তাঁকে৷ নিজের তৈরি করা নজিরে খুশি চরণপ্রীত৷ তাঁর আশা, কেবল তিনি নন, এই প্রাপ্তিতে গর্ববোধ করবেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ