Advertisement
Advertisement
China

চিনে সন্ধান মিলল ১৮ রকমের ভয়ংকর ভাইরাসের, ডেকে আনতে পারে অতিমারী!

সাম্প্রতিক সমীক্ষার রিপোর্টে চোখ কপালে গবেষকদের।

Study says China's wildlife is a pandemic 'waiting to happen'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 13, 2021 4:30 pm
  • Updated:November 13, 2021 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) সামুদ্রিক প্রাণীদের মার্কেট থেকে সার্স কিংবা কোভিড-১৯ (COVID-19) ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে গুঞ্জন আগেই শোনা গিয়েছে। কিন্তু এবার সামনে এল এমন এক সমীক্ষা, যা থেকে পরিষ্কার এখনও পর্যন্ত যা আশঙ্কা তা কেবলই হিমশৈলের চূড়া মাত্র। আরও অসংখ্য ভয়ানক জীবাণুর আঁতুড়ঘর চিনের এই সব মার্কেট।

ওই সমীক্ষায় বলা হয়েছে, এক ডজনেরও বেশি প্রাণী যেগুলি খোলা বাজারে বিক্রি হয় এবং তাদের রকমারি ডিশ রেস্তোরাঁয় পাওয়া যায়, সেগুলিকে পরীক্ষা করে তাদের শরীর থেকে ৭১টি ভাইরাসের সন্ধান মিলেছে। ওই ভাইরাসগুলি স্তন্যপায়ীদের শরীরে সংক্রমণ ছড়ায়। এর মধ্যে ১৮টি ভাইরাস মানুষ ও গৃহপালিত প্রাণীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। তবে সার্স কিংবা কোভিড-১৯ ভাইরাসের চিহ্ন যে মেলেনি তাও জানানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং, উঠতে পারে ভারত-চিন সীমান্ত সংঘাত প্রসঙ্গ]

ওই গবেষণাপত্রটির অন্যতম গবেষক এডওয়ার্ড হোমস জানিয়েছেন, ”এই সমীক্ষা থেকে পরিষ্কার বোঝা গিয়েছে, কেন বণ্যপ্রাণীর ব্যবসা ও খোলা বাজারে তাদের বিকিকিনি অবিলম্বে অতিমারী-দুর্ঘটনা ঘটাতে পারে যে কোনও দিন।”

গত বছর দেড়েকে বদলে গিয়েছে গোটা পৃথিবীর ছবি। চিনের ইউহান শহর থেকে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। একদিকে মৃত্যুস্রোত অন্যদিকে লকডাউনের অভিশাপে বাড়তে থাকা বেকারত্বের জালে জড়িয়ে পড়েছে পৃথিবী। সাম্প্রতিক সমীক্ষা থেকে কিন্তু ইঙ্গিত মিলছে, সাবধান না হলে আরও বড় বিপদ অপেক্ষা করে রয়েছে সামনে।

[আরও পড়ুন: শিশুদের পোশাক থেকেও ছড়াচ্ছে করোনা! সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ চিনের]

এদিকে চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। মনে করা হচ্ছে, বছর দুয়েক আগে ইউহান থেকে কোভিড সংক্রমণ ছড়াতে শুরু করার পর দেশের এত বেশি অঞ্চলে এর আগে সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা যায়নি। প্রথম থেকেই করোনাকে শক্ত হাতে দমন করতে চেয়েছে বেজিং। তবুও ডেল্টা স্ট্রেনের দাপটে সেই নিশ্ছিদ্র বর্মেও ছিদ্র তৈরি হয়ে গিয়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। স্বাভাবিক ভাবেই আরও কড়াকড়ি শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement