Advertisement
Advertisement
Taiwan

ফের চিনের অনুপ্রবেশ, ‘ধবংসের মহড়া’ বন্ধ করার আবেদন তাইওয়ানের

ঘনাচ্ছে যুদ্ধের মেঘ।

Taiwan urged China to stop destructive military activities। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 18, 2023 5:20 pm
  • Updated:September 18, 2023 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে তাইওয়ান ঘিরে লাল ফৌজের সামরিক মহড়া তীব্র হচ্ছে। রবিবার থেকে মোট ১০৩টি চিনা যুদ্ধবিমান দ্বীপরাষ্ট্রটির সীমান্তে দেখা গিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন তাইপেই। এবার চিনের কাছে এই ধরনের সামরিক মহড়া বন্ধ করার আর্জি জানালো তাইওয়ান।    

চিনের (China) এই আগ্রাসানে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সোমবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে চিনের কাছে আবেদন জানানো হয়েছে ‘একতরফা ধ্বংসাত্মক পদক্ষেপ’ বন্ধ করার জন্য। বলা হয়েছে, “রবিবার থেকে ১০৩টি চিনা যুদ্ধবিমান সাগরে দেখা গিয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে কয়েকটি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এক বছর ধরে চিন এই ধরনের অনুপ্রবেশ ঘটাচ্ছে।”  যদিও এই বিষয়ে এখনও বেজিংয়ের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Advertisement

বলে রাখা ভালো, গত বুধবার ও বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে তাইওয়ান (Taiwan) সীমান্তে সব মিলিয়ে মোট ৬৮টি যুদ্ধবিমান উড়িয়েছিল চিনের লাল ফৌজ। এর মধ্যে ৪০টি বিমান বুধবার সকালে তাইওয়ানের‘এয়ার ডিফেন্স জোনে’ ঢুকে পড়ে। এমনকী দশটি চিনা রণতরীও শনাক্ত করা হয়েছিল। ফলে চিনের এই মহড়া এখন চিন্তার ভাঁজ ফেলছে দ্বীপরাষ্ট্রটির কপালে।  

Advertisement

[আরও পড়ুন: রুশ সফর সেরে ফিরতেই কিমকে যুদ্ধাস্ত্র উপহার পুতিনের, অস্ত্র চুক্তিতে সিলমোহর?]

উল্লেখ্য, চিন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই। গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের দখলে আনতে মরিয়া চিন। এর আগেও বহুবার তাইওয়ানের সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়েছে চিনের ফৌজ। কিন্তু ‘ড্রাগন’কে এক চুল জমিও ছাড়তে নারাজ তাইওয়ান। ফলে চাপানউতোর বেড়েই চলেছে দু’দেশের মধ্যে। এই সংঘাতে তাইওয়ানের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা। যা নিয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছে জিনপিং প্রশাসন। এখন তাইওয়ানের আকাশ জুড়ে ক্রমশ ঘনাচ্ছে যুদ্ধের মেঘ।

প্রসঙ্গত, চিনের আগ্রাসান রুখতে প্রতিরক্ষা বিষয়ে তাইওয়ান যে বাজেট পেশ করেছে তার পরিমাণ ১৯০ কোটি মার্কিন ডলার। বিপুল অর্থের বাজেট প্রসঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, “আত্মরক্ষার ক্ষেত্রে তাইওয়ান নিজেদের আরও শক্তিশালী করবে। শক্তিশালী প্রতিরক্ষার দ্বারা জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। এ বিষয়ে আন্তর্জাতিক স্তরেও সহযোগিতা প্রয়োজন।” চিনের বিরুদ্ধে মজবুত প্রতিরোধ গড়ে তুলতে এফ-১৬ যুদ্ধবিমানের উন্নতিতে লেগে পড়েছে তাইওয়ান। তৈরি করা হচ্ছে সাবমেরিনও।

[আরও পড়ুন: মাস্কের সঙ্গে পরকীয়া স্ত্রীর! সম্পর্কে ইতি টানলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ