সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগান পুলিশের ওপর সহজে প্রভাব বিস্তার করতে বাচ্চা ছেলেদের হাতিয়ার করেছে তালিবানরা৷ বাচ্চা ছেলেদের যৌনদাস বানিয়ে তাদের মধু ফাঁদ হিসেবে ব্যবহার করে দক্ষিণ আফগানিস্তানের পুলিশদের ডেরায় অনায়াসেই হানা দিতে পারছে তালিবানরা৷ ফলে অনায়াসে কাঁচকলা দেখানো যাচ্ছে নিরাপত্তাকে৷ নিজেদের কার্যসিদ্ধির থেকে এর চেয়ে সহজ উপায় আর কী-ই বা হতে পারে!
বাচ্চা বাজি- অর্থাৎ ছোট ছোট ছেলেকে যৌনদাসে পরিণত করে তাদের বিভিন্ন ধরনের কাজে লাগানোর রীতি বহু যুগ ধরে আফগানিস্তানে চলে আসছে৷ যদিও মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল৷ বাচ্চাদের প্রতি যৌন লালসা আটকে রাখতে পারেন না আফগান কমান্ডাররা৷ আর আফগান পুলিশদের ঠিক সেই দূর্বল জায়গাতেই ঘা দিতে সক্ষম হয়েছে তালিবানরা৷ এই পদ্ধতিতেই চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কমপক্ষে ছ’বার ট্র্যাজন হর্স হামলা চালিয়ে একশোরও বেশি পুলিশকে হত্যা করেছে জঙ্গিরা৷ উরুজানের পুলিশ প্রধান গুলাম সখী জানিয়েছেন, “ছোট ছোট সুন্দর দেখতে, দাড়ি গোঁফহীন ছেলেদের তালিবানরা আফগান চেকপোস্টের ভিতর প্রবেশ করিয়ে দেয়৷ তারাই ভিতরে ঢুকে পুলিশদের মাদক দেয়, বিষ দেয়, এমনকী তাঁদের হত্যাও করে৷” তিনি আরও বলছেন, বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখার থেকে আত্মঘাতী জঙ্গি ঠেকানো অনেক বেশি সহজ কাজ৷
শিশুদের যৌনদাস করে রাখার বিষয়টা যদিও তালিবানরা অস্বীকার করে৷ পুলিশ জানায়, এই হামলা দমনের জন্য তাদের একটি বিশেষ মুজাহিদিন ব্রিজ রয়েছে৷ যাদের সকলের দাড়ি আছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.