Advertisement
Advertisement
Taliban Central Budget

কেন্দ্রীয় বাজেটে ২০০ কোটি অর্থসাহায্য আফগানিস্তানকে, স্বাগত জানাল তালিবান

আফগানিস্তানের অসমাপ্ত প্রকল্পগুলির নির্মাণও সম্পূর্ণ করুক ভারত, চায় জেহাদিরা।

Taliban welcomes India’s budget aid pledge for Afghanistan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 3, 2023 5:00 pm
  • Updated:February 3, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বুধবার পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট (Central Budget)। সেই বাজেট ‘জনমোহিনী’ নাকি বাস্তবভিত্তিক, এই নিয়ে তর্ক চলছে। এর মধ্যেই এই বাজেট নিয়ে নিজেদের সন্তোষ জানাল তালিবান! জানিয়ে দিল, যেভাবে ভারতের বাজেটে আফগানিস্তানের জন্য ২০০ কোটি টাকা অর্থসাহায্যের কথা বলা হয়েছে, তাতে দুই দেশের বন্ধন আগামিদিনে আরও দৃঢ় হবে।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগানিস্তান দখল করে জেহাদিরা। নতুন করে শুরু হয় তালিবান যুগ। এরপরই প্রথমবার কেন্দ্রীয় বাজেটে আফগানিস্তানে অর্থসাহায্যের কথা জানিয়েছিল মোদি সরকার। সেই ধারা অব্যাহত এবারও। তালিবানের মুখপাত্র সুহেল শাহিন এবিষয়ে বলতে গিয়ে জানিয়েছে, ”ভারত যেভাবে আফগানিস্তানের উদ্দেশে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এর ফলে দুই দেশের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।” 

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে জাল নোট পাচার! ২৪ লক্ষ টাকা-সহ গোয়েন্দাদের জালে যুবক]

আফগানিস্তানের (Afghanistan) ৩৪টি প্রদেশেই কোনও না কোনও পরিকাঠামো নির্মাণ করেছে ভারত। এখনও হাতে রয়েছে বেশ কিছু প্রকল্প। কিন্তু স্বাভাবিক ভাবেই দেশটি তালিবানের (Taliban) দখলে চলে যাওয়ার পর থেকেই সেই সব প্রকল্প আর সম্পূর্ণ করা যায়নি। কিন্তু তালিবান সম্প্রতি জানিয়ে দিয়েছে, ভারত আফগানিস্তানে তাদের অসমাপ্ত অন্তত যে ২০টি প্রকল্প রয়েছে তা সম্পূর্ণ করার কাজ শুরু করতে পারে। এদিনও সেই প্রসঙ্গ শোনা গিয়েছে তালিবানের মুখে। তারা জানিয়েছে, ভারত যদি এবার সেই অসমাপ্ত নির্মাণকাজ শুরু করে তাহলে বন্ধন আরও মজবুত হবে দুই দেশের।
গত বছর, ২০২১ সালে আগস্টে তালিবান কাবুল দখল করার পরই সেদেশের দূতাবাস থেকে ভারতীয় প্রতিনিধিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর গত জুনেই কাবুলে নতুন করে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত। সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে। পরে আগস্ট মাসে আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানায়, সেদেশে ভারতের কূটনৈতিক উপস্থিতি তৈরি হয়েছে নতুন করে। এবার তারা অসমাপ্ত প্রকল্পগুলি সম্পূর্ণ করুক। এবার ফের সেই কথাই শোনা গেল তালিবানের মুখে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নয়াদিল্লি কোনও মন্তব্য করেনি।

[আরও পড়ুন: বিবিসির তথ্যচিত্রে ‘সেন্সর’ কেন? কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে নোটিস সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement