Advertisement
Advertisement

Breaking News

US

আমেরিকার মাটিতে চলছে ভারত বিরোধী কার্যকলাপ! চাঞ্চল্যকর অভিযোগ প্রবাসী ভারতীয়দের

পুলিশের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি, দাবি প্রবাসী ভারতীয়দের।

Terror attack against India is planned in US, says Indian leaders

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 14, 2024 3:40 pm
  • Updated:March 14, 2024 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (USA) মাটিতে বসেই চলছে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক! চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা। তাঁদের অভিযোগ, ভারত ও ভারতীয়দের বিরুদ্ধে একের পর এক আক্রমণ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মার্কিন প্রশাসন।

গত কয়েকমাস ধরে একের পর এক ভারতীয়র উপর হামলা হয়েছে মার্কিন মুলুকে। আক্রমণ হয়েছে অন্তত ১১টি হিন্দু মন্দিরে। সান ফ্রান্সিস্কোর ভারতীয় দূতাবাস পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় কূটনীতিকদেরও বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমন একাধিক ঘটনা ঘটে গেলেও কার্যত হাত গুটিয়ে বসে থেকেছে মার্কিন প্রশাসন। কোনও অভিযুক্তের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। পরপর এমন ঘটনার জেরে মার্কিন মুলুকে ভারতীয়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: নাভালনির মৃত্যুর ছায়া রুশ প্রেসিডেন্ট নির্বাচনে! জনগণকে কী বার্তা পুতিনের?]

এই প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন আমেরিকায় বসবাসকারী বিশিষ্ট ভারতীয়রা। সুখি চাহাল নামে এক শিখ নেতা বলেন, “খলিস্তানিরা (Khalistani) যেভাবে হিন্দু মন্দিরে হামলা করছে, স্কুল-অফিসের সামনে আপত্তিকর ব্যানার টাঙাচ্ছে- সেগুলো খুবই চিন্তার কারণ। বিশেষ করে গুরপতবন্ত সিং পান্নুনের মতো খলিস্তানি নেতা যেভাবে বারবার ভারত বিরোধী বার্তা দিচ্ছেন, উসকানিমূলক মন্তব্য করছেন সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত মার্কিন প্রশাসনের।” বিশিষ্ট ভারতীয়দের অভিযোগ, মন্দিরে হামলার পরে স্থানীয় পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি।

Advertisement

তবে মার্কিন প্রশাসনের দাবি, আমেরিকার মাটিতে খলিস্তানি কার্যকলাপ নিয়ে কিছুই জানা নেই তাঁদের। তাছাড়াও পর্যাপ্ত অর্থের অভাব আর অন্যান্য ঘটনার তদন্তে ব্যস্ত থাকার কারণে মন্দিরে হামলার বিষয়গুলো নিয়ে পদক্ষেপ করা যায়নি। তবে ভারতীয়দের সঙ্গে বৈঠকের পরে একগুচ্ছ আশ্বাস দিয়েছেন মার্কিন প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের কথায়, খলিস্তানি আন্দোলন সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। এই ক্ষেত্রে ভারতীয়রা সাহায্য করলে তাঁদের কাজে সুবিধা হতে পারে। সেই সঙ্গে একটি কমিটি গঠিত হবে মার্কিন বিচার বিভাগের নেতৃত্বে। মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখবে ভারতীয়দের নিয়ে গঠিত এই কমিটি।

[আরও পড়ুন: সীমান্ত সংঘাতে কতটা প্রভাবিত দ্বিপাক্ষিক সম্পর্ক, কী বলছে চিন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ