Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাসবাদ ইস্যুতে আরব দুনিয়ায় একঘরে কাতার

কাতারের নাগরিকদের দু সপ্তাহের মধ্যে দেশে ফে্রার নির্দেশ

Terrorism row  Gulf countries boycott Qatar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2017 3:41 pm
  • Updated:June 5, 2017 3:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সন্ত্রাসবাদ ইস্যুতে আরব দুনিয়াতে একঘরে হয়ে পড়ল কাতার৷ সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে সোমবার ভোর থেকে কাতারের সঙ্গে একযোগে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে দিল সৌদি আরব, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহি৷ সম্পর্ক ছিন্ন করছে ইজিপ্টও৷ এমনকী, ইয়েমেন বিদ্রোহীদের সঙ্গে যে যুদ্ধ চলছে, তার থেকেও কাতারের বাহিনী সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে এই চার দেশ৷

[OMG! লাইন ছাড়াই ট্রেন ছুটছে চিনে, দেখুন ভিডিও]

Advertisement

সৌদি আরব, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস করেন কাতারের বহু নাগরিক৷ এই তিন পড়শি দেশে ঘুরতেও যান অনেকেই৷ তাঁদের সকলেই দু-সপ্তাহের মধ্যে দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবার থেকেই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাতারে বিমান পরিষেবাও বন্ধ রাখার কথা ঘোষণা করেছে দুবাই ও আবুধাবির দুটি বেসরকারি বিমানসংস্থাও৷

Advertisement

[ভারতীয় বংশোদ্ভূত কিশোরীকে বর্ণবৈষম্যের খোঁচা মার্কিন টেলিভিশনে]

এরআগে ২০১৪ সালে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহি৷ সেবার দোহা থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল এই তিন দেশ৷ আর এবার আরও কড়া অবস্থা নিল তারা৷ পাশাপাশি, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইজিপ্টও৷ সৌদি আরবের সংবাদসংস্থা SPA  জানিয়েছে, সন্ত্রাসবাদ থেকে দেশকে রক্ষা করতে ও জাতীয় নিরাপত্তার স্বার্থে দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াধ৷ প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তও বন্ধ করে দিচ্ছে তারা৷ বাহরিনের বক্তব্য, সে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে অস্থিরতা তৈরি করছে কাতার৷

[রাজধানী থেকে উদ্ধার ৯০০ বছরের পুরনো বুদ্ধ মূর্তি]

বস্তুত, আল কায়দা ও ইসলামিক স্টেট বা ISIS -এর মতো জঙ্গি গোষ্ঠীকেও কাতার মদত দিচ্ছে বলে অভিয়োগ করেছে উপসাগরীয় দেশগুলি৷ প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের প্রধান খালেদ মিশালকে আশ্রয় দেওয়ার জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছে কাতারকে৷ গত মে মাসেই দোহাকে ব্যবহার করেছেন মিশাল৷ এমনকী, ২০১৩  সালে দোহায় দপ্তরও খুলেছে আফগান তালিবান৷

[গ্রেপ্তার ইয়াসিন মালিক, ভেস্তে গেল বিচ্ছিন্নতাবাদীদের বৈঠক]

প্রসঙ্গত, ২০২২  সালে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ৷ ISIS-এর বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে বিভিন্ন দেশকে যে দল গঠিত হয়েছে, তারও সদস্য এই দেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ