Advertisement
Advertisement
Texas

ভয়াবহ বন্যায় মৃত্যুমিছিল টেক্সাসে! এখনও নিখোঁজ বহু

দুর্যোগ দেখে আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Texas floods death toll rises to 24
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 5, 2025 10:32 am
  • Updated:July 5, 2025 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণে ভয়াবহ বন্য়া টেক্সাসে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। সামার ক্য়াম্পে গিয়ে নিখোঁজ ২৫ জন পড়ুয়া। বন্য়াকবলিত এলাকা থেকে ইতিমধ্য়েই সরানো হচ্ছে বাসিন্দাদের। এই দুর্যোগ দেখে আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Advertisement

জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়।

বিবিসি সূত্রে খবর, ওই অঞ্চলেই সামার ক্য়াম্প হচ্ছিল। বন্যায় এখনও পর্যন্ত নিখোঁজ ২৫ জন পড়ুয়া। স্থানীয়রা বলছেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনও সতর্কতা পাননি তাঁরা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর জল বিপদসীমার উপরে চলে যায়। এখনও পর্যন্ত ২৩৭ জন স্থানীয়কে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ শিশুদের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে। টেক্সাসের গভর্নর আরও জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার নামানো হয়েছে। রয়েছে ১২টি ড্রোনও। উদ্ধারকাজে নেমেছেন শয়ে শয়ে কর্মী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement