Advertisement
Advertisement

Breaking News

আলোর কারসাজিতে সেজে উঠেছে এই উচ্চতম অট্টালিকা

৭৭ তলার এই প্রাসাদোপম অট্টালিকার নাম দেওয়া হয়েছে ‘মহা নাখোন’৷

Thailand Just Got Its Tallest Skyscraper, looks like a Pixelated Image!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 2:15 pm
  • Updated:September 1, 2016 2:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  তরতরিয়ে সোজা উপরে উঠে গিয়েছে৷ খালি চোখে ঠাহর করা প্রায় অসম্ভব৷ চারদিক থেকে প্রতিফলিত হচ্ছে সূর্যের আলো৷ চোখ ধাঁধানো এই রূপ নিয়েই এবারে শোভা পাবে থাইল্যান্ডের বৃহত্তম অট্টালিকা৷

মাটি থেকে ১,০২৯ ফুট উঁচু এই প্রাসাদপম অট্টালিকার নাম দেওয়া হয়েছে  ‘মহা নাখোন’৷ ৭৭ তলার এই প্রকাণ্ড বিল্ডিং পিছনে ফেলে দিয়েছে থাইল্যান্ডের ৩৩ তলার ‘বেইওক টাওয়ার ২’কে৷ ভিতরে বাসযোগ্য ফ্ল্যাট, শপিং কমপ্লেক্স, বার, রেস্তোরাঁ, জিম সবই থাকছে৷ সেই সঙ্গে থাকছে একটি অবজার্ভেশন ডেস্ক৷ যেখান থেকে বিল্ডিংয়ের নিরাপত্তার দিকে কড়া নজর রাখা হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

‘মহা নাখোন’-এর ডিজাইন তৈরি করেছে আন্তর্জাতিক ইন্টেরিয়র সংস্থা ‘বুরো ওলে শিরেন’৷ প্রকাণ্ড এই অট্টালিকাকে চৌকো আকার দিলেও, এর মাঝের সর্পিল বাঁকটি ঘনকাকৃতির করেছেন ডিজাইনাররা৷ পুরো বিল্ডিং কাচের জানলায় মোড়া হওয়ায় আলো পড়লেই তৈরি হচ্ছে একটা অদ্ভূত সুন্দর মায়াজাল৷

Advertisement

mal5_1472640904

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ