Advertisement
Advertisement

Breaking News

কলকাতার ঝালমুড়ির স্বাদে দেশ মাতাচ্ছেন ব্রিটিশ শেফ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাতই এক ঠোঙা ঝালমুড়ি. কলকাতার রাস্তায় আকছারই যার দেখা মেলে৷  সেই ঝালমুড়িতেই মজেছেন ব্রিটিশ শেফ অ্যাংগাস ডিনুন৷  আর দেশে ফিরে নিজের প্রিয় খাবারকেই জনপ্রিয় করে তুলেছেন তিনি৷ Advertisement এ শহরে এসেছিলেন এক ছবির কাজে৷  কলকাতার রাস্তার খাবার সংক্রান্ত সেই তথ্যচিত্রের কাজ করতে গিয়েই প্রথম ঝালমুড়ি মুখে তোলা৷  একবার এ স্বাদে সেই যে […]

this-british-chef-is-so-obsessed-with-jhal-muri-he-s-selling-it-all-over-london
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 4:40 pm
  • Updated:May 15, 2016 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাতই এক ঠোঙা ঝালমুড়ি. কলকাতার রাস্তায় আকছারই যার দেখা মেলে৷  সেই ঝালমুড়িতেই মজেছেন ব্রিটিশ শেফ অ্যাংগাস ডিনুন৷  আর দেশে ফিরে নিজের প্রিয় খাবারকেই জনপ্রিয় করে তুলেছেন তিনি৷

এ শহরে এসেছিলেন এক ছবির কাজে৷  কলকাতার রাস্তার খাবার সংক্রান্ত সেই তথ্যচিত্রের কাজ করতে গিয়েই প্রথম ঝালমুড়ি মুখে তোলা৷  একবার এ স্বাদে সেই যে মজলেন, এখনও যেন তার রেশ চলছে৷  তবে তিনি একা ঝালমুড়ির সোয়াদ তারিয়ে উপভোগ করছেন এমনটা নয়৷  বরং নিজের দেশের মানুষকেও ভাগ দিচ্ছেন এ স্বাদের৷

Advertisement

jhalmuri-1

Advertisement

কবে থেকে শুরু হল তাঁর এই ঝালমুড়ি জনপ্রিয় করার কাজ. কলকাতা থেকে ফেরার পথে এক টেলিভিশন চ্যানেলে আমন্ত্রণ পেয়েছিলেন রান্নার শোয়ে৷  সেখানে তাঁকে কলকাতার কোনও একটি পদ রান্না করতে বলা হয়েছিল৷  ডিনুন বেছে নেন ঝালমুড়িকে৷  কেননা, আদতে এ জিনিস বানাতে কোনও রান্না করতে হয় না৷  সেই শুরু৷  তারপর নিজের মনের মতো করে নানাভাবে বানিয়ে চলেছেন ঝালমুড়ি৷  কলকাতার টিপিক্যাল ঝালমুড়ির স্বাদের থেকে তা অবশ্য অনেকটাই আলাদা৷  কিন্তু নিজের বানানো পদটির নাম তিনি ঝালমুড়িই রেখেছেন৷

13138950_10153713233753931_6793483910320902000_n

তাঁর হাতে তৈরি ঝালমুড়ি যাঁরা খেয়েছেন তাঁরাই মজেছেন৷  কলকাতার খাবারের জনপ্রিয়তা দেখে তিনি নিজেই একটি স্টল খুলে ফেলেছেন লন্ডনের পোর্টোবেল রোডে৷  অনেকটা কলকাতার রাস্তায় যেভাবে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন দোকানিরা, ঠিক সেই কায়দাতেই তিনিও ঝালমুড়ি বিক্রি করেন৷  তাঁর এই স্টলের তিনি নাম দিয়েছেন- ‘দ্য এভরিবডি লাভ লাভ ঝালমুড়ি এক্সপ্রেস’৷  ঝালমুড়ির পাশাপাশি ঘুঘনি, ধোকলাও মিলছে তাঁর স্টলে৷ না তা খেতে পুরোপুরি ফাস্টফুডের মতো, না খেতে হুবহু স্ন্যাক্সের মতো৷  আর তাই নতুন স্বাদে সাহেবসুবোরাও মজছেন নিত্যদিন৷

আপাতত ডিনুনের দৌলতেই তাই লন্ডন মাতাচ্ছে ভারতীয় ঝালমুড়ি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ