Advertisement
Advertisement
Norway

কোভিড বিধি না মানায় খোদ প্রধানমন্ত্রীকে জরিমানা! নজির গড়ল নরওয়ে

নরওয়ের দেখানো পথে কি আদৌ হাঁটবে বাকিরা?

This PM was fined by police over Covid-19 rules violation । Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 9, 2021 4:32 pm
  • Updated:April 9, 2021 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে (Coronavirus) রুখতে কোভিড (COVID-19) বিধি মেনে চলা যে অবশ্য কর্তব্য, তা বারবার জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। মাস্ক না পরার জন্য এদেশে জরিমানার মুখে পড়তে হয়েছে অসংখ্য সাধারণ নাগরিককে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এমন পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলার দিকেও জোর দেওয়া হচ্ছে। কিন্তু তা বলে জরিমানার তোপে খোদ প্রধানমন্ত্রী! এমনটাই ঘটেছে নরওয়েতে (Norway)। সেদেশের পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে (Erna Solberg) জরিমানা করা হয়েছে কোভিড বিধিভঙ্গের অভিযোগে!

ঠিক কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? গত ফেব্রুয়ারিতে নিজের ৬০তম জন্মদিনে পরিবারের ১৩ জন সদস্যকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। অথচ সেদেশের কোভিড বিধিতে রয়েছে, ১০ জনের বেশি কোনও পার্টিতে থাকতে পারবেন না। সেই আইন ভাঙাতেই শেষমশ এই জরিমানা। আর সেই অঙ্ক মোটেই অল্প নয়। ২০ হাজার নরউইজিয়ান ক্রাউন বা ২ হাজার ৩৫২ মার্কিন ডলার! আগের মাসেই ওই পার্টির আয়োজনের জন্য ক্ষমা চেয়েছিলেন এরনা। কিন্তু তাতেও চিঁড়ে ভিজল না। জরিমানার মুখেই পড়তে হল তাঁকে। এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্তা ওলে সেভারুদ একথা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: রাফালে চুক্তি: কোটি টাকার বিনিময়ে প্রতিরক্ষা মন্ত্রকের নথি ফাঁস! দাবি ফরাসি সংবাদমাধ্যমের]

আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে একটি দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছে পুলিশ। সেকথা জানিয়েছেন, স্বয়ং সেভারুদ। তাঁর কথায়, ”আইন সকলের জন্যই সমান। তবুও আইনের সামনে সবকিছু সব সময় সমান থাকে না। সেই জন্য সামাজিক বিধিনিষেধের ক্ষেত্রে সাধারণ জনতার বিশ্বাস অটুট রাখতেই এই ধরনের পদক্ষেপ করা দরকার।”

Advertisement

তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন চলাকালীন ভোটপ্রচারে অনেক সময়ই কোভিড বিধি না মানার অভিযোগ উঠেছে বহু প্রার্থীরই বিরুদ্ধে। তবে সেই সব ক্ষেত্রে কোনও জরিমানার কথা জানা যায়নি।

[আরও পড়ুন: কাশী বিশ্বনাথ না জ্ঞানবাপী মসজিদ? উত্তর খুঁজতে পুরাতাত্ত্বিক সার্ভের নির্দেশ কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ