Advertisement
Advertisement

Breaking News

ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার

উপস্থিত থাকবেন দেশ-বিদেশের সাংবাদিকরা৷

 Times Square to cheer for press freedom
Published by: Tanujit Das
  • Posted:December 30, 2018 7:02 pm
  • Updated:December 30, 2018 7:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরব হয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার তাঁর নাকের ডগায় টাইমস স্কোয়্যারে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করবেন দেশ-বিদেশের বিশিষ্ট সাংবাদিক-সহ অসংখ্য সাধারণ মানুষ৷ শ্রদ্ধাজ্ঞাপন করবেন ২০১৮-তে নিহত বিশিষ্ট সাংবাদিকদের৷

[মার্কিন মদতে আবারও পাকিস্তানের ক্ষমতায় ফিরতে ইচ্ছুক মুশারফ!]

Advertisement

সারাটা বছর ধরে একাধিকবার সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ অভিযোগ করেছেন, তাঁর সম্পর্কে ‘ফেক নিউজ’ পরিবেশনের৷ এমত পরিস্থিতিতে টাইমস স্কোয়্যারের এই অনুষ্ঠান তাঁর পক্ষে বেশ অস্বস্তির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ ৩১ ডিসেম্বর মধ্যরাতে টাইমস স্কোয়্যারের অনুষ্ঠানে শ্রদ্ধা জানান হবে ইস্তানবুলে নিহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগ্গিকে৷ শোকজ্ঞাপন করা হবে আততায়ীদের গুলিতে নিহত ‘দি ক্যাপিটাল’ পত্রিকার পাঁচ সাংবাদিকের প্রতি৷ এবছরের ৩১ ডিসেম্বর রাতের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানান হয়েছে কমিটি অফ প্রোটেক্ট জার্নালিস্টের প্রধান জোয়েল সিমনকে৷ তিনি জানিয়েছেন, বর্তমানে সংবাদমাধ্যম ও সাংবাদিকরা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছেন৷ ফলে ওইদিনের অনুষ্ঠান থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করা হবে৷ সিমন ছাড়াও অনুষ্ঠানে হাজির থাকবেন দেশ-বিদেশের প্রখ্যাত সাংবাদিকরা৷ তাঁদের হাত দিয়েই এবারের ‘বলড্রপ’ অনুষ্ঠানের শুভ সূচনা হবে৷

[পুরস্কার মঞ্চে দুর্ঘটনা, আগুনে জ্বলে গেল সেরা সুন্দরীর চুল]

আয়োজকদের তরফ থেকে টিম টপকিনস জানিয়েছেন, একদিকে যেমন টাইমস স্কোয়্যার জনসমাবেশের একটি উল্লেখযোগ্য স্থান৷ সারা বছর ধরেই এখানে মানুষের ভিড় থাকে৷ তেমনই এই স্থানের সঙ্গে দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার আত্মিক যোগ রয়েছে৷ বিখ্যাত মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের সদর দপ্তর থাকার কারণেই এই স্থানের নাম টাইমস স্কোয়্যার হয়েছে৷ এমনকী, প্রতি বছর ৩১ ডিসেম্বর মধ্যরাতে সেখানে যে ‘বলড্রপ’ অনুষ্ঠান হয়, ১৯০৭-এ সেই অনুষ্ঠান শুরু করেছিলেন নিউইয়র্ক টাইমসের তৎকালীন মালিক অ্যাডলফ ওচেস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement