Advertisement
Advertisement

Breaking News

China

চিনা পরমাণু বিজ্ঞানীর রহস্যমৃত্যু, তুঙ্গে জল্পনা

একটি বহুতল থেকে পড়ে প্রাণ হারান ওই বিজ্ঞানী।

Top Chinese nuclear scientist dies under mysterious circumstances | Sangbad Pratidin

ছবি : প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:June 19, 2021 11:23 am
  • Updated:June 19, 2021 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যজনভাবে মৃত্যু হল চিনের (China) অন্যতম শীষ পরমাণু বিজ্ঞানী ঝাং ঝিজিয়ানের। বৃহস্পতিবার একটি বহুতল থেকে পড়ে প্রাণ হারান ওই বিজ্ঞানী। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

[আরও পড়ুন: মধ্যপ্রাচ্য থেকে মিসাইল সিস্টেম সরাচ্ছে আমেরিকা, নেপথ্যে কোন সমীকরণ?]

চিনের ‘হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি’র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী ঝিজিয়ান। পাশাপাশি, ‘চাইনিজ নিউক্লিয়ার সোসাইটি’র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। ফলে তাঁর এহেন রহস্যজনক মৃত্যুতে রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে চিনা বিজ্ঞানী মহলে। চিনা সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রে খবর, এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনই একে খুনের ঘটনা বলে মানতে নারাজ তদন্তকারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আত্মহত্যা করবেন ঝিজিয়ান? তাহলে কী এমন কোনও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে এহেন চরম পদক্ষেপ করলেন ওই বিজ্ঞানী। এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করে এক বিবৃতি জারি করেছে হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। সেখানে বলা হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৭ জুন একটি বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কমরেড ঝাং ঝিজিয়ানের। তাঁর পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় গভীর সমবেদনা জানাচ্ছে।”

Advertisement

এদিকে, বিজ্ঞানী ঝাংয়ের মৃত্যুর নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কেউই। ওই বিজ্ঞানীর মৃত্যুতে বিদেশি শক্তির হাত থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীদের একাংশ। উল্লেখ্য, গত বছর ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফকরিজাদেকে হত্যা করা হয়। ওই ঘটনায় ইরান ও ইজরায়েলের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি হয়েছিল। তেহরানের অভিযোগ ছিল যে, ফকরিজাদেকে হত্যা করেছে ইজরয়েলের (Israel) গুপ্তচর সংস্থা মোসাদ। যদিও বরাবর সেই দাবি খারিজ করে এসেছে তেল আভিভ। এই ঘটনায় তাদের কোনও হাত নেই বলে জানিয়েছিল ইহুদি দেশটি। 

Advertisement

[আরও পড়ুন: মধ্যপ্রাচ্য থেকে মিসাইল সিস্টেম সরাচ্ছে আমেরিকা, নেপথ্যে কোন সমীকরণ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ