Advertisement
Advertisement
Ukraine

স্নাইপারের গুলিতে নিহত রাশিয়ার মেজর জেনারেল, মরিয়া লড়াই ইউক্রেনীয় ফৌজের

সারা বিশ্ব চাইছে শান্তি ফিরুক। তবুও গোলাগুলি, সংঘর্ষ অব্যাহত ইউক্রেনে।

Top Russian general is killed by Ukrainian sniper | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 4, 2022 2:13 pm
  • Updated:March 4, 2022 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্ব চাইছে শান্তি ফিরুক। তবুও গোলাগুলি, সংঘর্ষ অব্যাহত ইউক্রেনে। থামানো যাচ্ছে না রুশ বাহিনীকে। থেমে নেই ইউক্রেনও। পালটা মার দিচ্ছে ইউক্রেনের ফৌজও। ইউরোপ জুড়ে নেমেছে শরণার্থীর ঢল। এহেন পরিস্থিতিতে জানা গিয়েছে যে ইউক্রেনে স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার এক শীর্ষ সেনাকর্তা।

[আরও পড়ুন: রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে, তেজস্ক্রিয়তার আশঙ্কায় কাঁপছে ইউক্রেন]

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ইউক্রেনীয় সেনার এক স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে সুখোভেৎস্কি। ইউক্রেনের মাটিতে নিহত রুশ কমান্ডারদের মধ্যে পদমর্যাদার নিরিখে ইনিই সবচেয়ে সিনিয়র। সূত্রের খবর, রাশিয়ার ‘সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট’-এর ’41st Combined Arms Army’-র ডেপুটি কমান্ডার ছিলেন সুখোভেৎস্কি। তাঁর মৃত্যু রুশ ফৌজের মনোবলে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা।

Advertisement

এদিকে, সেনাকর্তার মৃত্যুর খবর নিয়ে মুখ খোলেনি মস্কো। কিন্তু নিহত সেনাকর্তার সহযোদ্ধা সের্গেই চিপিলিওভ সোশ্যাল মিডিয়ায় সুখোভেৎস্কির মৃত্যুর খবর ঘোষণা করেন। এবং রাষ্ট্রীয় সমমানের সঙ্গে তাঁর সৎকরের দাবি জানান। বলে রাখা ভাল, প্রায় দিন আটেক ধরে যুদ্ধ চলার পর অবশেষে রাশিয়া জানিয়েছে যে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ তাদের ৪৯৮জন সৈনিকের মৃত্যু হয়েছে। আহত প্রায় দেড়হাজার সেনা। কিন্তু ইউক্রেনের দাবি তারা ৯ হাজার রুশ সৈন্যকে খতম করেছে।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরে ক্রমেই ঘনাচ্ছিল যুদ্ধের মেঘ। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে হুঁশিয়ারিও দেন। কিন্তু সব হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে গত সপ্তাহে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রুশ সেনা। কিন্তু অভাবনীয় প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুতিন বাহিনীকে। এর ফলে কিছুটা অস্বস্তিতে রাশিয়া। তবে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। রাজধানী কিয়েভ, খারকভ-সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর অবরুদ্ধ। শুধু তাই নয়, তৃতীয় বিশযুদ্ধের আশঙ্কা প্রবল করে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সাফ জানিয়েছেন, এবার পরমাণু যুদ্ধ হবে। চেরনোবিল আণবিক কেন্দ্রের দখল নিয়েছে রুশ ফৌজ। এদিকে বৃহস্পতিবার ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্র জাপরজাইয়ে (Nuclear power plant) আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। যাকে ঘিরে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বেলারুশে দ্বিতীয় দফার বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। কিন্তু সেখানেও কোনও সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelenskyy)। তাঁর মতে, যুদ্ধ থামানোর এটাই একমাত্র উপায়। যত দ্রুত সম্ভব ওই কেন্দ্রে হামলা চালানো বন্ধ করুক রাশিয়া, আরজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। একই আবেদন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। পাশাপাশি তিনি এই বিষয়ে দ্রুত রাষ্ট্রসংঘে বৈঠকের দাবিও জানিয়েছেন।

[আরও পড়ুন: দেশে ফেরার পথেই বিপত্তি, ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় পড়ুয়া, বাড়ছে উদ্বেগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ