Advertisement
Advertisement
Maldives

মালদ্বীপে রক্তচক্ষু ড্রাগনের, ষড়যন্ত্রী মুইজ্জুও! সমীকরণ পালটে পড়শি দেশে জাহাজ পাঠাল ভারত

তলানিতে এসে ঠেকেছে ভারত ও দ্বীপরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক।

Trilateral exercise 'Dosti-16' kicks off in Maldives। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 22, 2024 9:15 pm
  • Updated:February 22, 2024 9:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তলানিতে এসে ঠেকেছে ভারত ও মালদ্বীপের সম্পর্ক। দ্বীপরাষ্ট্রের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মুইজ্জুর উসকানিতে অসন্তুষ্ট নয়াদিল্লি। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে চিনও। ইতিমধ্যেই মালদ্বীপের জলসীমায় প্রবেশ করেছে বেজিংয়ের ‘নজরদারি’ জাহাজ। এই পরিস্থিতিতে ভারত শুরু করল নৌমহড়া ‘দোস্তি’। আর সেই মহড়ার অংশ হিসেবেই দ্বীপরাষ্ট্রে প্রবেশ করল ভারতীয় রণতরীও।

প্রসঙ্গত, ভারত-মালদ্বীপ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় নৌমহড়া ‘দোস্তি’ এবার পা দিল ১৬ বছরে। এই মহড়ায় পর্যবেক্ষকের ভূমিকায় থাকে বাংলাদেশ। আর সেই মহড়ার অংশ হিসেবেই দুই ভারতীয় রণতরী আইসিজিএস সমর্থ, আইসিজিএস অভিনব প্রবেশ করল মালদ্বীপের জলসীমায়। অন্যদিকে নজরদারি বিমান আইসিজি ডোরিয়ারকে দেখা গেল মালদ্বীপের আকাশে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এক চিনা গবেষণাতরীও নোঙর ফেলেছে মালদ্বীপের (Maldives) বন্দরে। গত ২৩ জানুয়ারি মালদ্বীপ প্রশাসন চিনা জাহাজটিকে অনুমতি দিয়েছিল মালদ্বীপের বন্দরে নোঙড় ফেলার। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

Advertisement

[আরও পড়ুন: ‘এমন সত্যি যা শিহরিত করে’, সন্দেশখালির নির্যাতিতাদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ বিজেপির]

প্রসঙ্গত, গত মাসে মালদ্বীপের তরফে বলা হয়েছিল, চিনের জাহাজটি গবেষণার জন্য আসছে না। বন্দর থেকে রসদ নিয়ে সেটি ফিরে যাবে। কিন্তু প্রথম থেকেই এই জাহাজটির উপর নজর রাখছে ভারতীয় নৌসেনা। ভারত মহাসাগরে গবেষণার নামে ‘গুপ্তচর’ মোতায়েন করছে চিন বলে আগেও অভিযোগ করেছে ভারত।

[আরও পড়ুন: তিন বছরেই বিশ্বে তৃতীয় হবে ভারতের অর্থনীতি, মোদির স্বপ্নপূরণের পূর্বাভাস আন্তর্জাতিক সংস্থার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ