১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

সাংবাদিকরাই সবচেয়ে বেশি অসৎ, সংবাদমাধ্যমকে তোপ ট্রাম্পের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: January 22, 2017 5:31 pm|    Updated: January 22, 2017 5:31 pm

Trump lashesout at journalists

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই সাংবাদিকদের তোপ দাগলেন আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীতে সাংবাদিকরাই সবথেকে বেশি অসৎ হয়। এমনটাই বক্তব্য ট্রাম্পের। এরজন্য সংবাদমাধ্যমকে বড় মূল্য চোকাতে হবে, রীতিমতো হুমকির সুরে বলেন ট্রাম্প।

(ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা)

কিন্তু হঠাৎ কেন রেগে গেলেন ট্রাম্প? ওয়াশিংটনে তাঁর শপথগ্রহণের দিন জনসমাগম নিয়ে সংবাদমাধ্যমের সংখ্যাতত্ত্ব মোটে মেনে নিতে পারেননি আমেরিকার এই নয়া প্রেসিডেন্ট। আট বছর আগে বারাক ওবামার শপথগ্রহণ অনুষ্ঠানে যে পরিমান মানুষ শামিল হয়েছিলেন সে তুলনায় ট্রাম্প অনেক পিছিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হতেই রাগে ফেটে পড়েন ট্রাম্প। তাঁর দাবি, প্রায় ২৫ লক্ষ মানুষ শামিল হয়েছেন সেদিনের অনুষ্ঠানে। কিন্তু মিডিয়া মিথ্যে খবর পেশ করছে। নয়া প্রেসিডেন্টের বার্তা, “আমি সততা পছন্দ করি। সাংবাদিকতাতেও সততা থাকুক।” সংবাদমাধ্যমকে ‘অসততার’ জন্য অনেক মূল্য দিতে হবে, শুনিয়ে রাখেন হোয়াইট হাউসের নয়া মালিক।

(রাষ্ট্রপতি পদে ট্রাম্পের অভিষেক, বিক্ষোভে ফুঁসছে আমেরিকা)

(ভবিষ্যতে হিন্দু প্রেসিডেন্ট পেতে পারে আমেরিকা: ওবামা)

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে