BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

গ্রিসে মুখোমুখি সংঘর্ষ দুই ট্রেনের, ভয়ংকর দুর্ঘটনায় মৃত অন্তত ৩২, আহত ৮৫

Published by: Biswadip Dey |    Posted: March 1, 2023 12:11 pm|    Updated: March 1, 2023 12:11 pm

Two trains collided head-on in Greece, at least 32 people died। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা গ্রিসে (Greece)। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৩২ জন। আহত ৮৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি।

ঠিক কী ঘটেছিল? এথেন্স থেকে থেসসোলোনিকির দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। এরপরই সেটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রেনের। থেসালি অঞ্চলের গভর্নর এই কথা জানিয়েছেন। কী করে দুই ট্রেন মুখোমুখি হল তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য, দোলের আগেই আরও বাড়তে পারে DA, DR, বেতন!]

জানা গিয়েছে, সংঘর্ষের পরে অন্তত তিনটি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বহু যাত্রী। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দমকল বিভাগের ১৫০ জন দমকলকর্মী ও ২০টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেয়।

দুর্ঘটনা ঘটার মুহূর্তে লাফ দিয়েছিলেন এক যাত্রী। সেই যাত্রী, ২৮ বছরের স্টের্গিয়স মিনেনিস জানিয়েছেন, ”আমরা আচমকাই একটা প্রচণ্ড শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বত্র আগুন, ভয়ংকর আগুন। ডাইনে বাঁয়ে কেবল আগুন।” তিনি জানাচ্ছেন, একেবারে শুরুতে তাঁদের মনে হয়েছিল, বোধহয় ভূমিকম্প হয়েছে।

[আরও পড়ুন: ৩ রাজ্যের ভোট মিটতেই অনেকটা বাড়ল রান্নার গ্যাসের মূল্য, জানুন বাংলায় কত দাম]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে