Advertisement
Advertisement
Russia-Ukraine War

Russia-Ukraine War: জেলেনস্কির বক্তৃতায় হাততালির ঝড়! ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাচ্ছে ইউক্রেন!

ক্রমেই বাড়ছে জল্পনা।

Ukrainian President Zelenskyy receives thunderous applause at EU meeting। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 1, 2022 8:54 pm
  • Updated:March 1, 2022 9:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্যপদের জন্য আবেদন করেছে ইউক্রেন (Ukraine)। সেদেশের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করছেন তাঁরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে অনলাইনে উপস্থিত থেকে সকলের কাছে আরজিও জানালেন তিনি। তাঁর আবেগঘন বক্তৃতায় হাততালিতে ফেটে পড়ে পার্লামেন্ট কক্ষ। যা থেকে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়া ইউক্রেনের জন্য স্রেফ সময়ের অপেক্ষা।

ঠিক কী বলেছেন জেলেনস্কি? তাঁর কথায়, ”আমরা ইউরোপের সদস্য হতে লড়াই চালিয়ে যাচ্ছি। ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আমরা নিঃসঙ্গ। আপনারা প্রমাণ করে দিন আমাদের সঙ্গেই আপনারা রয়েছেন এবং আমাদের ছেড়ে দেবেন না।” তাঁর এই আবেদনের পরই হাততালির জোয়ার বয়ে যায় কক্ষে। এই সাড়া থেকে গুঞ্জন তৈরি হচ্ছে, তাহলে কি অবশেষে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে চলেছে ইউক্রেন?

Advertisement

[আরও পড়ুন: মাত্রাছাড়া রুশ সমর্থনের মাশুল গুনতে হবে, বেলারুশকে হুঁশিয়ারি আমেরিকার]

উল্লেখ্য, মঙ্গলবারই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আবেদনপত্রে স্বাক্ষর করেছেন জেলেনস্কি। এই মুহূর্তটিকে ‘ঐতিহাসিক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইউক্রেন পার্লামেন্ট একটি ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা গিয়েছে সেদেশের প্রধানমন্ত্রী ড্যানিশ শিমহাল ও পার্লামেন্টের চেয়ারম্যান স্টিফেনচুকের উপস্থিতিতে সই করছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

Advertisement

এদিকে ক্রমেই জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। সোমবার বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ৫ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষেও মেলেনি যুদ্ধবিরতির রফাসূত্র। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) এখনই থামবে কিনা সেটা স্পষ্ট নয়।। বরং দু’পক্ষই দ্বিতীয় দফা আলোচনার জন্য রাজি হয়েছে বলে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক সূত্রের খবর। তবে বৈঠক শেষ হতেই ফের রাশিয়া হামলা চালিয়েছে। এদিকে রাষ্ট্রসংঘে জরুরিভিত্তিক সাধারণ সভায় রাশিয়ার প্রতিনিধির দাবি, ইউক্রেন দখলের কোনও পরিকল্পনা নেই মস্কোর।

[আরও পড়ুন: ‘ট্যাঙ্কের তলায় লাফিয়ে পড়ছে ওরা’, মায়ের কাছে শেষ বার্তা রুশ সৈনিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ