Advertisement
Advertisement

Breaking News

UN India voting

ইজরায়েলের পাশেই ভারত, প্যালেস্টাইন প্রসঙ্গে রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোট দিল না দিল্লি

রাষ্ট্রসংঘের প্রস্তাবকে জঘন্য আখ্যা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

UN resolution seeking legal advice on Israel occupying Palestine, India abstains from voting | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 1, 2023 12:32 pm
  • Updated:January 2, 2023 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাষ্ট্রসংঘের মঞ্চে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে ভোটদানে বিরত থাকল ভারত। পড়শি দেশের ভূখণ্ড ‘দখল’ করেছে ইজরায়েল, সেই বিষয়ের আইনি দিকগুলি আন্তর্জাতিক আদালতে খতিয়ে দেখা যায় কিনা, তা নিয়ে একটি প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘে (United Nations)। এই প্রস্তাবে ভোট দিল না ভারত। তবে মোট ৮৭টি ভোট পেয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাশ হয়ে গিয়েছে প্রস্তাবটি। তার ফলে বেশ বেকায়দায় পড়েছেন সদ্য ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে বসা নেতানিয়াহু।

দীর্ঘদিন ধরেই চলছে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব। একাধিকবার আগ্রাসনের অভিযোগ উঠেছে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। তবে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি খাড়া করেছে ইজরায়েল। সেই জন্যই ইজরায়েলের আগ্রাসনকে রুখতে আন্তর্জাতিক আদালতের থেকে আইনি পরামর্শ নেওয়ার প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘে। সেখানে বলা হয়, “দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের ভূখণ্ড দখল করে রেখেছে ইজরায়েল। সেখানকার মানুষের মানবাধিকার খর্ব হচ্ছে। তাছাড়াও জেরুজালেমে প্রশাসনিক রদবদল করে নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে ইজরায়েল।” এই মত পেশ করার পরেই আইনি পরামর্শের প্রস্তাব রাখা হয় সাধারণ সভায়।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার কেড়েছে মোদি সরকার, প্রধান বিচারপতিকে চিঠি মেহবুবার]

সদস্য দেশগুলির কাছে প্রশ্ন রাখা হয়, “ইজরায়েলের অতিসক্রিয়তার ফলে প্যালেস্টাইনের প্রশাসনে কী প্রভাব পড়বে? এহেন পরিস্থিতিতে কী আইনি পদক্ষেপ করা উচিৎ রাষ্ট্রসংঘ ও সদস্য দেশগুলির, সেই বিষয়ে পরামর্শ চাওয়া উচিৎ আন্তর্জাতিক আদালতের কাছে।” প্রত্যাশিতভাবেই এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা ও ইজরায়েল। ভারত (India), ফ্রান্স, ব্রাজিল, জাপান, মায়ানমার-সহ ৫৩টি দেশ এই প্রস্তাবে ভোট দেয়নি। ৮৭টি ভোট পেয়ে এই প্রস্তাব গৃহীত হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভায়।

Advertisement

এই প্রস্তাব পেশের পরেই তীব্র বিরোধিতা করেন ইজরায়েলের স্থায়ী প্রতিনিধি। রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্ত আসলে নৈতিক অবক্ষয়ের প্রমাণ, এই দাবিতে সরব হন তিনি। প্রস্তাব গৃহীত হওয়ার পরে মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাষ্ট্রসংঘের পদক্ষেপের তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন, “ইহুদিরা তাদের নিজেদের ভূখণ্ড দখল করেনি। জেরুজালেম আমাদের সর্বকালের রাজধানী। রাষ্ট্রসংঘের কোনও প্রস্তাবই এই ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারবে না।” সাধারণ সভার প্রস্তাবকে ‘ঘৃণ্য’ বলেও অভিহিত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: RSS’র সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য নাগপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ