সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর (RSS) দপ্তরে বোমা মারার হুমকি। উড়িয়ে দেওয়া হবে নাগপুরের আরএসএস দপ্তর। শনিবার দুপুরে এমনই হুমকি ফোন আসার পর থেকেই পুরু নিরাপত্তার চাদরে ঢেকেছে সদর কার্যালয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড, সারমেয় বাহিনীর পাশাপাশি মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ানও। কে বা কারা এই ফোন করে হুমকি দিল, কী উদ্দেশ্য ছিল তাদের, তা খতিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর একটা নাগাদ একটি উড়ো ফোন আসে। নাগপুরে আরএসএস দপ্তরে বোমা মারার হুমকি দেওয়া হয়। এ প্রসঙ্গে মহারাষ্ট্র পুলিশে জোন থ্রির ডিসিপি গোরাখ ভামরে জানিয়েছেন, দুপুর একটা নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেখানেই হুমকি দেওয়া হয়, মহল এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এরপরই তড়িঘড়়ি ব্যবস্থা নেওয়া হয়।
পুলিসের তরফে আরও জানানো হয়েছে, ফোন পাওয়া মাত্র আরএসএস হেড কোয়ার্টারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পাঠানো হয় বম্ব স্কোয়াড। কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে কি না তা জানতে ডগ স্কোয়াড বা সারমেয় বাহিনীও পাঠানো হয়। কিন্তু কোথাও কিছু মেলেনিয তবে কথায় আছে সাবধানের মার নেই। সেই প্রবাদবাক্য মনে রেখে আরএসএস সদর দপ্তরে নিরাপত্তার বহর বাড়ানো হয়েছে। এমনিতেই নাগপুরের এই অফিসের নিরাপত্তা রয়েছে সিআরপিএফের উপর। হুমকি পাওয়ার পরই নিরাপত্তায় জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। কারা আসা-যাওয়া করছেন, তার দিকেও কড়া নজর রাখা হচ্ছে।
এদিকে কে এই ফোন করেছিল, তা এখনও জানা যায়নি। নম্বর ট্র্যাক করে সেই ব্যক্তির হদিশ পেতে চাইছে পুলিশ। কেউ বা কারা হামলার ছক কষছে নাকি নিছক উড়ো ফোন, তা জানতে তদন্তে নেমেছে মহারাষ্ট্রের পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.