Advertisement
Advertisement
United Nations General Assembly

বুচা গণহত্যার জেরে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাসপেন্ড রাশিয়া, ভোটদানে বিরত ভারত

এই প্রথম ভারতের অবস্থান রাশিয়ার বিরুদ্ধে গেল!

United Nations General Assembly suspended Russia from Human Rights Council | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 8, 2022 9:02 am
  • Updated:April 8, 2022 9:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের বুচা-সহ একাধিক শহরে গণহত্যার অভিযোগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল (United Nations Human Rights Council ) থেকে সাসপেন্ড করা হল রাশিয়াকে। বৃহস্পতিবার আমেরিকার নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনা হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে। সেই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ। আমেরিকার আনা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় ২৪টি দেশ। ভারত-সহ মোট ৫৮টি দেশ ভোটদানে বিরত থাকে।

দুই তৃতীয়াংশ ভোট রাশিয়ার বিরুদ্ধে যাওয়ায় মানবাধিকার কাউন্সিল (UNHRC) থেকে সাময়িকভাবে সাসপেন্ড হতে হল পুতিনের দেশকে। রাশিয়া ৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার কাউন্সিলের স্থায়ী সদস্য। সেই রাশিয়াকে এভাবে সাসপেন্ড করাটা রীতিমতো বিরল ঘটনা। শেষবার ২০১১ সালে লিবিয়াকে এভাবে সাসপেন্ড করা হয়েছিল। যদিও রাশিয়ার এই সাসপেনশন চিরস্থায়ী নয়, সাময়িক।

Advertisement

[আরও পড়ুন: ফের অস্বস্তিতে ইমরান, সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার আস্থা ভোটের মুখে পাক প্রধানমন্ত্রী]

প্রসঙ্গত, ইউক্রেনের (Ukraine) বুচা গণহত্যার দৃশ্যে শিউরে উঠেছে বিশ্ব। একের পর এক গণকবরে উঠে আসছে যুদ্ধের ভয়াবহ ছবি। নিজেদের নির্দোষ বলে দাবি করলেও এই গণহত্যা রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে এতটাই কোণঠাসা করে দিয়েছে যে ভারতকেও কার্যত মস্কোর বিরোধিতাই করতে হয়েছে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বুচা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। সেই সঙ্গে স্বাধীন তদন্তও দাবি করেছেন। ভোটাভুটির ক্ষেত্রে ভারত ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রেখে ভোটদানে বিরত থেকেছে। বস্তুত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Ukraine Russia War) ইস্যুতে ভারত শুরু থেকেই ‘নিরপেক্ষ’ অবস্থান নিয়ে একাধিক প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে। এতদিন পর্যন্ত ভারতের এই অবস্থান ঘুরিয়ে সুবিধা দিচ্ছিল রাশিয়াকে। কিন্তু এই প্রথম ভারতের ভোটদানে বিরত থাকাটা কার্যত রাশিয়ার বিরুদ্ধে গেল। যার প্রভাব আগামী দিনে ভারত-রুশ সম্পর্কে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: অস্ত্র-সহ রুশ সেনা আত্মসমর্পণ করলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার! ঘোষণা ইউক্রেনের]

মানবাধিকার কাউন্সিলে সাসপেনশন এড়াতে সরাসরি ভারতের সমর্থন প্রয়োজন ছিল মস্কোর। কারণ, মানবাধিকার সংক্রান্ত ভোট গণনা হয় শুধু ভোটদানকারী রাষ্ট্রের সংখ্যার ভিত্তিতে। তাছাড়া, নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে যেমন স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা থাকে, এক্ষেত্রে তেমন ভেটো দেওয়ার ক্ষমতাও ছিল না রাশিয়ার। যার ফলে মাত্র ২৪ দেশের সমর্থন পাওয়া রাশিয়াকে (Russia) সাসপেন্ড হতে হলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ