Advertisement
Advertisement

Breaking News

এবার মার্কিন ভিসার জন্য লাগবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড!

পাসওয়ার্ড দিলে তবেই প্রমাণ করা যাবে নিজেকে?

US could ask Visa applicants for social networking site passwords
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2017 8:40 am
  • Updated:February 8, 2017 8:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকের ভিসা পেতে গেলে এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড জানিয়ে দিতে হবে ভিসা আধিকারিকদের৷ এমন পরিকল্পনাই গ্রহণ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি সেক্রেটারি জন কেলি সম্প্রতি একথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এবার থেকে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে গেলে চাওয়া হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড৷

(ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ!)

দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ তিনি জানান, মুসলিম দেশগুলি বিশেষ করে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আসার জন্য ভিসার আবেদন জানালে এই ধরনের চেকিং হতে পারে৷ জানা গিয়েছে, মুসলিম দেশগুলির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে পারে৷ এই নির্দিষ্ট দেশগুলির অধিবাসীরা যদি আমেরিকায় থাকতে চান তবে তাঁদের নিজেদের ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে৷ তাঁদের বিষয়ে বিস্তারিত জেনে তবেই আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে৷ কিন্তু এতে যদি তাঁদের আপত্তি থাকে তবে তাঁরা কোনওভাবেই আমেরিকায় থাকার সুযোগ পাবেন না৷

Advertisement

কিন্তু জন কেলি এও জানিয়েছেন গোটা বিষয়টি এখনও ভাবনা-চিন্তার পর্যায়ে রয়েছে৷ পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনার পরই অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে৷

Advertisement

(বসন্ত উৎসব ‘গলা কাটা’, নিষেধাজ্ঞা জারি পাক মুলুকে)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ