Advertisement
Advertisement

Breaking News

মহিলাকে প্রকাশ্যে চুম্বন, ভিডিও ভাইরাল হতেই পদত্যাগ মার্কিন সেনেটরের

বারে বসেই চুমু খেয়েছিলেন রিপাবলিকান নেতা।

US lawmaker caught kissing woman, shuns post
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2018 2:27 pm
  • Updated:March 13, 2018 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে মহিলাকে চুমু খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট সদস্য। সেই চুমু খাওয়ার ছবি ভাইরাল হতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চুম্বন দৃশ্য প্রকাশ্যে আসতে, নিজে থেকেই পদত্যাগ করলেন রিপাবলিকান সেনেট সদস্য বিল ডিক্স। ভিডিওতে দেখা যাচ্ছে বারের টুলে বসে এক মহিলার সঙ্গে গল্পে মেতেছেন বিল ডিক্স। একটা সময় মহিলাকে চুমু খেতে শুরু করলেন সেনেট সদস্য। চুম্বনকাণ্ড নিয়ে হইচই হলেও অভিযোগে হতাশ বিরোধী ওই মহিলা।

গত এক মার্চ ঘটনাটি ঘটলও সোমবার ভিডিওটি প্রকাশ্যে আসে। সমালোচনা এড়াতে প্রায় সঙ্গে সঙ্গেই পদত্যাগপত্র জমা দেন বিল ডিক্স। আদৌ তাঁর পদত্যাগ গ্রাহ্য হচ্ছে কিনা তা বোঝা যাবে বুধবার। তবে ইতিমধ্যেই রিপাবলিকান চেম্বারের তরফে বিল ডিক্সের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। সোমবার বিকেলেই রিপাবলিকান ওয়েবসাইট থেকে বিলের জীবনপঞ্জী বাদ দিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

[দুর্নীতি মামলায় সাময়িক স্বস্তি, অবশেষে জামিন মঞ্জুর খালেদা জিয়ার]

এই প্রসঙ্গে সেনেটের কূটনীতিক এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে এই চুম্বনকাণ্ডকে গুরুতর বিষয় বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে বলা হয়েছে যে কোনওরকম দায়িত্ব নিতেই অপারগ বিল ডিক্স। এরপরেই বিলের বিরুদ্ধে বৈষম্য ও যৌন হেনস্তার অভিযোগ আনা হয়। অনেকের মতে, এহেন পদক্ষেপের পরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ওই সেনেট সদস্য। যদিও চুম্বনকাণ্ডের আগুনকে চাপা দিতে টাকা দিয়ে সমঝোতার চেষ্টা হয়েছিল। সেই সমঝোতার অর্থমূল্য ধরা হয় ১.৭৫ মিলিয়ন ডলার।

Advertisement

জানা গিয়েছে, যার বিরুদ্ধে চুম্বনকাণ্ডের অভিযোগ, সেই বছর পঞ্চান্নর বিল ডিক্স বিবাহিত। তিনি বংশগতভাবে কৃষক। কৃষক বংশের তৃতীয় প্রজন্মই হলেন বিল। তাঁর নির্বাচনী এলাকার মধ্যে পড়ছে বাটলার, গ্রান্ডি, হার্ডিন এলাকা। ১০ বছর ধরে তিনি লোয়া হাউসে ছিলেন। তারপর নির্বাচনে হেরে যান, সালটা ২০০৬। ফের ২০১০-এ লোয়া সেনেটে তিনি নির্বাচিত হন। তারপর ২০১৩ থেকে সেনেট সদস্যের নেতৃত্বে রয়েছেন বিল ডিক্স।

এদিকে বিলের পদত্যাগের আগেই সেনেটের তরফ থেকে জানানো হয়, চুম্বনকাণ্ড সংক্রান্ত অভিযোগে হতাশ হয়েছেন ওই মহিলা। এমনকী, মার্কিন সেনেটে আসতেও চেয়েছিলেন তিনি। তবে বিলের পদত্যাগ নিয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি হননি।

[কাঠমান্ডুতে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ