সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মা৷ তাঁর ২০ বছরের একটি সন্তান আছে৷ তবুও তিনি নিজের মাতৃত্বে সন্তুষ্ট নন৷ যেখানে স্তন্যপান করাতে তিনি সক্ষম হচ্ছেন না, যেখানে সন্তানের জন্য কোনও টান অনুভূত হচ্ছে না, সেখানে মাতৃত্বকে কীসের নিরিখেই বা পরিপূর্ণ বলা যায়?
তাই হতাশ জেনিফার অন্য উপায় বেছে নিলেন নিজের জীবনে মাতৃত্বকে পরিপূর্ণতা দিতে৷ প্রেমিকের সঙ্গেই মাতৃত্বসুলভ সম্পর্ক তৈরি করলেন!
শুনে অবাক হচ্ছেন? ভাবছেন প্রেমিক কীভাবে সন্তানতুল্য হতে পারে?
খেয়াল করে দেখবেন আমরা নিজেদের ভালবাসার মানুষকে প্রায় ছোট সন্তানের মতো করেই আগলে রাখতে চাই৷ তাঁর যত্ন করতে চাই! জেনিফারও তেমনটাই চান! কিন্তু তিনি সেই যত্নআত্তির মধ্যে দিয়ে নিজের মাতৃত্বকেও পরিপূর্ণ করতে চান৷ তাই নিজের প্রেমিককে স্তন্যপান করান৷ কাজের মাঝে রোজ দু’ঘন্টা অন্তর প্রেমিককে স্তন্যপান করান জেনিফার৷
জীবনের অপরিপূর্ণতা থাকার জন্য বেশ চিন্তিতই ছিলেন জেনিফার! চাইছিলেন, এমন কিছু করতে যাতে মনে শান্তি ফিরে আসে! একটি জার্নালে তিনি ‘অ্যাডাল্ট ব্রেস্ট ফিডিং’ সম্পর্কে জানতে পারেন! ব্যাপারটি সম্পর্কে উৎসাহিত হয়ে তিনি এমনই একজন পার্টনারের সন্ধান করেন৷ জেনিফারের স্কুলজীবনের প্রেমিক লিসনকে এই বিষয়টি জানান তিনি৷ বেশ অবাক করেই না কি লিসন রাজি হয়ে যান জেনিফারের প্রস্তাবে৷ বডি বিল্ডার লিসন জানিয়েছেন, আদরের জেনির স্তন্যপান করে তাঁর শরীরে অদ্ভুত এক সতেজতা আসে৷
প্রায় ২০ বছর পর কাউকে স্তনপান করাচ্ছেন জেনিফার! এ যেন ঠিক একটি পরীক্ষা তাঁর কাছে৷ যাতে স্তন্যপানের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেই জন্য রোজ দু’ঘন্টা অন্তর প্রেমিককে স্তন্যপান করাচ্ছেন তিনি৷ ড্রাইফিডিং যাতে বেশি দিন না করাতে হয়, তার জন্য ইতিমধ্যেই বুকের দুধ দিয়ে তৈরি চা, হার্বাল টনিক খাওয়া শুরু করেছেন জেনিফার৷
জানিয়েছেন প্রেমিককে স্তন্যপান করিয়ে অদ্ভুত শান্তি পান তিনি৷ যা তিনি ভাষায় ব্যক্ত করতে পারবেন না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.