Advertisement
Advertisement

Breaking News

আপনি জঘন্যতম! ফোনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ধমক ট্রাম্পের

পূর্বসূরি বারাক ওবামার জমানায় হওয়া দু’দেশের মধ্যে চুক্তি নিয়েও প্রচণ্ড ক্ষিপ্ত ট্রাম্প৷

US president Donald Trump snubs Australian PM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 6:52 am
  • Updated:February 3, 2017 6:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদাগিরি শুরু করে দিলেন আমেরিকার নতুন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প৷ শুরু হল যুদ্ধের জিগির তোলা৷ তড়পে কথা বলা, কথায়-কথায় ‘দেখে নেব’ গোছের শাসানি! পাল্টা মতামত, যুক্তির ধার ধারেন না৷ যেন অধস্তন কর্মীর সঙ্গে কথা বলছেন! পছন্দ না হলেই নামিয়ে রাখেন ফোনের রিসিভার, কেটে দেন মোবাইলের লাইন৷

ট্রাম্পের এই বেনজির ঔদ্ধত্যের ধমকে চমকে গিয়েছেন দু’দুটি দেশের রাষ্ট্রপ্রধান৷ দীর্ঘদিনের সঙ্গী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে রীতিমতো ধমকেছেন ট্রাম্প৷ এক ঘণ্টার ফোনালাপ হওয়ার কথা থাকলেও ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেণ্ট ২৫ মিনিট পরই ফোন কেটে দেন বলে বিদেশ দফতর সূত্রে খবর৷ ট্রাম্প নাকি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে বলেন, সেদিন তিনি রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন-সহ চার রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছেন৷ টার্নবুল তাঁদের মধ্যে জঘন্যতম! অস্ট্রেলিয়া থেকে পাঠানো শরণার্থীদের গ্রহণ করতেও ট্রাম্প অস্বীকার করেন৷ পূর্বসূরি বারাক ওবামার জমানায় হওয়া দু’দেশের মধ্যে চুক্তি নিয়েও প্রচণ্ড ক্ষিপ্ত ট্রাম্প৷ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন, “আপনার লোকরা আমেরিকায় ঢুকে ফের বস্টন-কাণ্ড ঘটাবে নাকি?” ওই চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন৷

Advertisement

(কানের লতিতে আটকে গেল পোষা পাইথন, তারপর…)

পাশাপাশি, সীমান্ত পেরিয়ে আসা অবৈধ মেক্সিকান অভিবাসীদের বিরু‌দ্ধে ব্যবস্থা না নিলে মেক্সিকোয় মার্কিন সেনা পাঠানোর হুমকি দিয়েছেন তিনি৷ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ইরানকেও সতর্ক করেছেন৷ বাইরের লোকের পাশাপাশি, ঘরের লোকের সঙ্গেও ট্রাম্প বিবাদে জড়িয়েছেন৷ অভিবাসন সংক্রান্ত তাঁর নির্দেশ মানতে নারাজ সান ফ্রান্সিসকো৷ বেজায় ক্ষিপ্ত ট্রাম্প জানিয়েছেন, সে ক্ষেত্রে তাদের কোনও কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হবে না৷ যা নিয়ে ট্রাম্পের বিরু‌দ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় প্রশাসন৷

Advertisement

(চার মাসের ছোট্ট শিশুকে কোলে নিয়েই ভোট দিলেন সাংসদ মা)

সংবাদমাধ্যমের হাতে সম্প্রতি ট্রাম্পের একটি ফোন বার্তার ট্রান্সক্রিপ্ট এসেছে৷ গত শুক্রবার সকালে মেক্সিকান প্রেসিডেণ্ট এনরিক পেনা নিয়েতোকে রীতিমতো হুমকি দেন ট্রাম্প৷ তাঁর আশঙ্কা, ভবিষ্যতে অন্য স্যাংচুয়ারি সিটিগুলি একই পথ ধরতে পারে৷ তবে তাঁর হুমকিতে দমে না গিয়ে মামলা দায়ের করে দিয়েছে সান ফ্রান্সিসকো৷ পাশাপাশি, বার্কলেতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে হিংসাত্মক বিক্ষোভের জেরে তাদেরও অনুদান বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প৷ রক্ষণশীল সংবাদ ওয়েবসাইট ব্রেইবার্ট-এর বিতর্কিত সম্পাদকের আসন্ন বক্তৃতার বিরু‌দ্ধে ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানান৷

(‘ব্রেক্সিট’-এর জন্য পার্লামেন্টের সমর্থন পেয়ে গেলেন টেরেসা মে)

দেশে-বিদেশে ডামাডোলের মধ্যে সেনেটের অনুমতি মেলায় বৃহস্পতিবার বিদেশসচিব হিসাবে শপথ নিলেন রেক্স টিলারসন৷ অন্যদিকে, সাতটি মুসলিম দেশের শরণার্থীদের আমেরিকায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ