Advertisement
Advertisement
Iran

রুশদি হামলায় কড়া পদক্ষেপ আমেরিকার, ইরানি সংগঠনের উপর জারি নিষেধাজ্ঞা

‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখকের মাথার দাম ধার্য করেছিল সংগঠনটি।

US sanctions Iranian Foundation behind bounty on Salman Rushdie | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 29, 2022 10:09 am
  • Updated:October 29, 2022 10:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন রুশদির উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ আমেরিকার। এবার এক কুখ্যাত ইরানি সংগঠনের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখকের মাথার দাম ধার্য করেছিল সংগঠনটি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইরানের ‘১৫ খোরদাদ ফাউন্ডেশনে’র উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এই বিষয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “ইরানের নেতারা বাক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছেন। কিন্তু আমেরিকা এমনটা হতে দেবে না। আজ আমরা ইরানের একটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা লেখক সলমন রুশদিকে হত্যা করার জন্য ইনাম ঘোষণা করেছ।” তিনি জানান, আমেরিকায় খোরদাদ ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মার্কিন ট্রেজারি দপ্তরের বিদেশি সম্পত্তি বিভাগ। আমেরিকায় থাকা ইরানি সংগঠনটির সমস্ত সম্পত্তি বাযেয়াপ্ত করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘আইএসআইয়ের মুখোশ খুলে দিতে পারতাম…’, পাক গুপ্তচর সংস্থাকে হুমকি ইমরানের]

গত আগস্ট মাসে নিউ ইয়র্কে চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত হন সলমন রুশদি (Salman Rushdie)। দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাঁকে। হামলাকারীকে আটক করে পুলিশ। ওই অনুষ্ঠানে ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের উপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে আলাপ করার কথা ছিল সঞ্চালক হেনরি রিসের ৷ আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর প্রকাশ্যে আসতে চলা রুশদির উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’ নিয়েও৷ কিন্তু সে সব অধরাই থেকে যায়৷ সম্প্রতি, রুশদির এজেন্ট জানিয়েছেন, আঘাতের জেরে এক চোখের দৃষ্টি হারিয়েছেন লেখক। তাঁর একটি হাতও অকেজো হয়ে গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রকাশিত হয় সলমান রুশদির বিখ্যাত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’। তারপরই ইসলামিক মৌলবাদীদের রোষের মুখে পড়েন তিনি। মৌলবাদীদের অভিযোগ, রুশদির এই রচনায় ইসলাম ও মহম্মদকে অপমান করা হয়েছে। বইটি বাজারে আসতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রুশদিকে হত্যার ফতোয়া জারি করেন ইরানের (Iran) প্রয়াত সুপ্রিম লিডার আয়াতোল্লা রুহুল্লা খোমেইনি। রুশদির হত্যাকারীকে ৩০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। অবশ্য বর্তমানে এই ফতোয়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই দাবি করে ইরানের প্রশাসন।

[আরও পড়ুন: বুড়ো হচ্ছে দেশ! ‘বাচ্চা কবে হবে’, নবদম্পতিদের প্রশ্ন চিন সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ