Advertisement
Advertisement
Antony Blinken

ইউক্রেন যুদ্ধের আবহেই ভারতে মার্কিন বিদেশ সচিব, যোগ দেবেন জি-২০ সম্মেলনে

মধ্য প্রাচ্যের সফর শেষে ভারতে আসবেন ব্লিঙ্কেন।

US Secretary of State Antony Blinken to visit India, join G-20 conference | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 24, 2023 2:17 pm
  • Updated:February 24, 2023 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই ভারত সফরে আসতে চলেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন (Antony Blinken)। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস জানান, জি-২০ (G-20) সম্মেলনে যোগ দিতেই ভারতে যাবেন বিদেশ সচিব। আগামী ১ মার্চ জি-২০ সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আছে। সেখানেই যোগ দেবেন ব্লিঙ্কেন। তবে শুধু ভারত নয়, মধ্য প্রাচ্যের পাঁচটি দেশেও যাবেন তিনি।

নেড প্রাইস জানান, “জি-২০ সম্মেলনে বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। মূলত খাদ্য ও শক্তি সুরক্ষা ক্ষেত্রে সদস্য দেশগুলির ভুমিকা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। তাছাড়াও বিপর্যয় মোকাবিলা, মানবিক সাহায্য, মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়েও মতামত দেবেন সদস্য দেশের বিদেশমন্ত্রীরা।”

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ চাই, বার্তা ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির]

আমেরিকার তরফে জানানো হয়েছে, মধ্য এশিয়ার দেশগুলিতে সফর শেষ করে ১ মার্চ ভারতে পা রাখবেন ব্লিঙ্কেন। জি-২০র বিদেশমন্ত্রী ছাড়াও ভারত সরকারের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ৩ মার্চ পর্যন্ত ভারতেই থাকবেন ব্লিঙ্কেন। তবে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

ভারতে পা রাখার আগেই মধ্য প্রাচ্যের পাঁচ দেশে সফর সেরে ফেলবেন মার্কিন বিদেশসচিব। কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান- এই পাঁচ দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর। পাঁচ দেশের মন্ত্রীসভার সঙ্গেও বৈঠক করবেন ব্লিঙ্কেন। যুদ্ধ (Russia-Ukraine War) চলাকালীন রাশিয়া ও ইউক্রেন- দুই দেশই ভারতের সহযোগিতা চেয়েছে। এহেন পরিস্থিতিতে ব্লিঙ্কেনের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

[আরও পড়ুন: বাজার থেকে উধাও পিঁয়াজ? বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সংকট]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement