Advertisement
Advertisement

Breaking News

চিড়িয়াখানায় বাচ্চার উপর পশুরাজের ঝাঁপ, ভাইরাল ভিডিও

চিড়িয়াখানাতে দর্শকদের নিরাপত্তা কতটা জোরদার? ভিডিওর মতো এ প্রশ্নও এখন ভাইরাল নেট-দুনিয়ায়৷

viral-now-heart-stopping-moment-lion-charges-at-toddler-at-tokyo-zoo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2016 2:21 pm
  • Updated:June 6, 2016 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দৃষ্টিতে সিংহের দিকে তাকিয়েছিল খুদেটি৷ নিজের ডেরায় বেশ দূর থেকে তাকে মেপে নিয়েছিল পশুরাজও৷ কয়েক মুহূর্ত চুপচাপ দু’জনেই৷ পশুরাজের মোহ কাটতে বাচ্চাটি যেই না মুখ ঘুরিয়েছে অমনি বিপত্তি৷ কেশর বাগিয়ে দৌড়ে এলেন ‘তিনি’৷ ঝাঁপিয়ে পড়তে গেলেন বাচ্চটির উপর৷ ভাগ্যিস মাঝে ছিল শক্ত কাচের দেওয়াল! তাই এ যাত্রা রক্ষা পেল বাচ্চাটি৷

জাপানের এক চিড়িয়াখানায় ঘটা এ ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট-দুনিয়ায়৷ হাজারে হাজারে মানুষ দেখছেন সে ভিডিও আর শিউরে উঠছেন৷ কয়েকদিন আগেই এক বাচ্চাকে বাঁচানোর তাগিদে চিড়িয়াখানা কর্তৃপক্ষর গুলিতে প্রাণ গিয়েছিল এক গরিলার৷ তারও কিছুদিন আগে এক ব্যক্তি আত্মহত্যা করতে নগ্ন হয়ে ঝাঁপ দিয়েছিলেন চিড়িয়াখানার সিংহের খাঁচায়৷ সেবারও মানুষকে বাঁচাতে হত্যা করা হয়েছিল সিংহটিকে৷ তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ব জুড়ে৷ চিড়িয়াখানায় বন্যপ্রাণীদের সুরক্ষা নিয়ে আলোচনার ঢেউ উঠেছিল৷

Advertisement

কিন্তু এই ভিডিও আবার পাল্টা সমালোচনার ঝড় তুলেছে৷ প্রশ্ন উঠেছে, সিংহের এই ব্যবহারে চিড়িয়াখানাতে বাচ্চারাই বা কতটা নিরাপদ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য বলছে, বাচ্চা দেখলেই সিংহটি এরকম করে৷ সে আসলে বাচ্চাদের সঙ্গে খেলতে চায়৷ কিন্তু মানতে নারাজ পশু বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, এ আসলে সিংহের শিকারী প্রবৃত্তি জেগে ওঠা৷ কেননা যতক্ষণ বাচ্চাটি তাকিয়ে ছিল, ততক্ষণ সিংহটি কিছুই করেনি৷ বরং ওঁত পেতে বসে ছিল৷ বাচ্চাটি মুখ ফেরানো মাত্র ঝাঁপিয়ে পড়েছে৷ কাচের দেওয়াল এ যাত্রায় এই বাচ্চাটির প্রাণ বাঁচালেও, ভবিষ্যতে আরও কোনও বাচ্চার যে ক্ষতি হবে না তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই৷ তাহলে চিড়িয়াখানাতে দর্শকদের নিরাপত্তা কতটা জোরদার?  ভিডিওর মতো এ প্রশ্নও এখন ভাইরাল নেট-দুনিয়ায়৷

Advertisement

দেখুন সেই রুদ্ধশ্বাস ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ