Advertisement
Advertisement

বাংলাদেশের আগুন নেভাল পশ্চিমবঙ্গের দমকল

বিপদের সময় খুলে গিয়েছিল কাঁটাতারের বাঁধা৷ আগুন নিভিয়েই ফিরে আসে রাজ্যের দু’টি ইঞ্জিন৷

West Bengal helps to control Bangladesh warehouse fire at Benapole
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 9:35 am
  • Updated:October 3, 2016 9:35 am

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশ দমকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাল রাজ্যের দমকল বাহিনী৷ রবিবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোলে ভয়াবহ আগুন লাগে৷ বিধ্বংসী আগুনে পুড়ে যায় অন্তত ২৩টি গুদাম৷ গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ গুদামে থাকা ভারত থেকে আমদানি করা বহু জিনিসও পুড়ে যায়৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে যশোর থেকে বাংলাদেশ দমকল বাহিনীর ১২টি ইঞ্জিন চলে আসে৷ কিন্তু তীব্র ধোঁয়ায় বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষে কাজ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে৷ অবস্থা সামাল দিতে পশ্চিমবঙ্গ থেকে দমকলের দু’টি ইঞ্জিন যায়৷ উত্তর ২৪ পরগনার ডিভিশনাল ফায়ার অফিসার সমীর চৌধুরি জানিয়েছেন, আগুন নিভিয়েই দু’টি ইঞ্জিন ফেরত নিয়ে আসা হয়েছে৷

Advertisement

খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে চলে আসেন ভারতীয় শুল্ক দফতরের কয়েক জন আধিকারিক ও পেট্রাপোল ক্লিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা৷ এ ছাড়াও বেনাপোলের মেয়র আশরফ আলি লিটন ও যশোরের এমপি মহম্মদ আমিনুদ্দিন দুর্ঘটনাস্থলে আসেন৷ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, পুড়ে যাওয়া পণ্যের আর্থিক মূল্য এখনও স্পষ্ট নয়৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ