Advertisement
Advertisement

Breaking News

America

খোলামেলা পোশাক পরায় মহিলাকে বিমানে চড়তে বাধা‌! বিতর্ক খাস মার্কিন মুলুকে

শেষপর্যন্ত ওই মহিলাকে পাইলটের জামা পরে বিমানে উঠতে হয়।

Woman Forced To Wear A Pilot's T-Shirt Because Southwest Airlines Staff Found Her Outfit 'Lewd' | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 18, 2020 5:53 pm
  • Updated:October 18, 2020 6:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার পরনে‌ খোলামেলা পোশাক। আর সেকারণে বিমানে ওঠায় বাধা। শেষপর্যন্ত বিমানে চড়লেও পরতে হল অন্য পোশাক। তাও আবার কি না বিমানচালকের টি–শার্ট!‌ না, এদেশে নয়। নীতি পুলিশগিরির (‌M‌oral P‌olicing)‌ এই ঘটনা এবার ঘটেছে মার্কিন মুলুকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

অন্যান্য যাত্রীরা অস্বস্তিতে পড়তে পারে, এই অভিযোগে এক মহিলাকে প্রথমে বিমানে উঠতেই বাধা দেওয়া হয়। শেষপর্যন্ত বিমানচালক, তাঁকে নিজের জামাটি ধার দিলে ওই মহিলা বিমানে ওঠার অনুমতি পান। আর সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার কথা জানাতেই নেটিজেনরা ওই এয়ারলাইন্সের তীব্র সমালোচনায় মুখর হন। অনেকেই ওই মহিলাকে সমর্থন জানান। আমেরিকার মতো আধুনিক দেশেও এধরনের ‘‌নীতি পুলিশ’ দেখে অবাকও হন অনেকে।

Advertisement

[আরও পড়ুন:‌ট্রাম্পকে হারানোর আহ্বান, আমেরিকার রাস্তায় বিক্ষোভ মিছিল মহিলাদের]

জানা গিয়েছে, ওই মহিলার নাম কায়লা ইউব্যাংকস। অভিযোগের তির SouthwestAir নামে বিমানসংস্থার দিকে। নিজের অভিযোগে কায়লা জানান, বোর্ডিং পাশ নেওয়ার সময়, তাঁর পোশাক খুবই খোলামেলা এই অভিযোগে তাঁকে বিমানে চড়তে বারণ করেন ওই বিমানসংস্থার আধিকারিকরা। বারংবার বলা সত্ত্বেও কায়লাকে বিমানে চড়তে বারণ করেন তাঁরা। বলেন, কায়লার পোশাকে নাকি অস্বস্তিতে পড়তে পারেন বাকি যাত্রীরা।

Advertisement

শেষপর্যন্ত ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন বিমানের ক্যাপ্টেন। নিজের টি–শার্টটি কায়লাকে দিয়ে দেন। ওই টি–শার্ট পরেই বিমানে চড়েন কায়লা। এরপর নিজের টুইটার (‌Twitter)‌ হ্যান্ডেলে বিস্তারিত জানিয়ে একাধিক টুইটও করেন।

 

[আরও পড়ুন:‌ আফগানিস্তানে তালিবানের সঙ্গে ফের জোট বাঁধছে আল কায়দা, সতর্কবার্তা রাষ্ট্রসংঘের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ